Ajker Patrika

তেরখাদায় আ.লীগের ১৫ নেতা বহিষ্কার

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ৩৪
তেরখাদায় আ.লীগের ১৫ নেতা বহিষ্কার

তেরখাদায় আওয়ামী লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা। সরাসরি নৌকাবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গত শুক্রবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া দলে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য আওয়ামী লীগ খুলনা জেলা শাখার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি গত শুক্রবার খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তরে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিধির ৪৭ এর `ঠ' অনুচ্ছেদের আওতায় যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন, ১ নং আজগড়া ইউনিয়ন থেকে বাদশা মল্লিক, মোল্লা ইমদাদুল হক, আজগড়া ইউনিয়নে আক্তারুজ্জামান জুন, ২ নং বারাসাত ইউনিয়ন থেকে বাছিতুল হাবিব প্রিন্স, বারাোত ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইখতিয়ার উদ্দিন, ৩ নং ছাগলাদহ ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম দীন ইসলাম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ছাগলাদহ ইউনিয়ন আ.লীগ নেতা কামরুজ্জামান অলিচ, ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের উকিল উদ্দিন লস্কর, সোহাগ শেখ, তাপস বিশ্বাস, আলমগীর শিকদার, ৫ নং তেরখাদা সদর ইউনিয়ন থেকে শরিফুল ইসলাম লিংকন, যুবলীগের সদস্য শেখ জাহাঙ্গীর আলম, ৬ নং মধুপুর ইউনিয়ন থেকে কাজী কামাল হোসেন।

এ বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজিত অধিকারী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করে তাহলে অবশ্যই তাকে বহিষ্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত