Ajker Patrika

ছাত্রলীগের সাইনবোর্ড টানিয়ে জমি দখলের অভিযোগ

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ৫৬
ছাত্রলীগের সাইনবোর্ড টানিয়ে জমি দখলের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে। জমির মালিক ইমরুল হোসেন স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাইজহাটি মৌজায় ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান ছিল। গত ৪ জানুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বাদীর পক্ষে রায় দেন। রায়ে উল্লেখ করা হয় ওই জমিতে বিবাদী বদরুল হাসান বাচ্চুর কোনো দাবি নেই। রায়ের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মামলার বাদী জমির মালিক ইমরুল হোসেন আল রাজি খোকন জায়গা দখল নিতে গেলে বিরোধ সৃষ্টি হয়।

এ সময় ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যায় গৌরীপুর থানার পুলিশ।

বাদীর অভিযোগ, শুক্রবার রাতে তাঁর জায়গায় বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে আবারও দখল নেয় বিবাদী ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বদরুল হাসান বাচ্চু।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বদরুল হাসান বাচ্চু বলেন, জায়গায়টিতে তাঁর কোনো মালিকানা নেই। এ বিষয়ে তিনি আদালতে জবানবন্দিও দিয়েছেন। দখল ও ছাত্রলীগের সাইনবোর্ডের বিষয়ে তিনি কিছু জানেন না

উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার জানান, ওই ইউনিয়নে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কেউ যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকে, তবে তা অন্যায় করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আদালতের রায়ের কোনো কপি তিনি পাননি। ঘটনার দিন ৯৯৯ এর কল পেয়ে মাইজহাটি বাজারে যায় পুলিশ। এ সময় বাদীপক্ষকে আলোচনার মাধ্যমে জায়গার দখল নিতে অনুরোধ করে পুলিশ।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বিরোধপূর্ণ জমিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে জায়গা দখল গর্হিত কাজ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত