Ajker Patrika

ফসল রক্ষা নিশ্চিত করে সুদের জালে কৃষক

সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
ফসল রক্ষা নিশ্চিত করে সুদের জালে কৃষক

নেত্রকোনার হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ হয়েছে ১০ মাস আগে। এখনো বিলের অর্ধেক টাকাও পাননি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা।

বেশির ভাগ পিআইসি সদস্য কৃষক।

 যে কারণে তাদের অনেকেই নতুন বছরে পিআইসি হতে অবেদন করেননি।  কেননা পিআইসি সদস্যদের অনেকে সুদে টাকা এনে গত বছর কাজ করিয়েছেন। সুদের টাকা বেড়ে এখন কয়েক গুণ হয়েছে। অনেক পিআইসি আবার জমি বিক্রি করে মাটি ভরাট কাজের লরি-ভেকু ও শ্রমিকের বিল পরিশোধ করেছেন। প্রকল্প বাস্তবায়নকারী কমিটির লোকজন বাকি টাকা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, ‘মন্ত্রণালয় থেকে যথাসময়ে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। তাই প্রকল্পের পুরো বিল দেওয়া যায়নি। যতটুকু পেয়েছি, ততটুকু পরিশোধ করেছি। চলতি ডিসেম্বরেই পুরো টাকা দিতে পারব।’

পাউবো সূত্রে জানা গেছে, প্রতিবছর আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফসল রক্ষায় ২০২১-২২ অর্থবছরে জেলার ১০ উপজেলার বিভিন্ন হাওরে ১৬৬টি ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১৮৩ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়। সেই লক্ষ্যে ২০২১ সালের ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন করা হয়। ডিসেম্বরে কাজ শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের ডিঙাপোতা হাওরের পাশে চিকাডুবি খাল এলাকার ফসল রক্ষা বাঁধ প্রকল্পের সভাপতি আবুল কালাম বলেন, ‘আমার দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি নির্মাণে বরাদ্দ ছিল ২৫ লাখ টাকা। এখন পর্যন্ত মাত্র আট লাখ টাকা বিল পেয়েছি। বিল না পেয়ে কাজের ভেকু-লরির ভাড়া নিজের জমি বন্ধক দিয়ে পরিশোধ করেছি। এই হাওরে জমি থাকায় নিজের ও এলাকার কৃষকের স্বার্থে বাঁধ নির্মাণের কাজ নিই। আমাদের উপজেলায় বাঁধের কাজের বিল কেউই ৩০-৩৫ শতাংশের বেশি কেউ পায়নি। অনেকে জমি বিক্রি করে ভেকু-লরির বিল পরিশোধ করেছে। অনেকে সুদে টাকা এনে বিনিয়োগ করে পথে বসে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত