Ajker Patrika

মজবুত রাস্তা দাবি করায় কলেজছাত্রকে মারধর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৪
মজবুত রাস্তা দাবি করায় কলেজছাত্রকে মারধর

শ্যামনগরে মজবুতভাবে রাস্তা নির্মাণের দাবি করায় কলেজছাত্র মহানন্দ সরকারকে (১৮) মারধর করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আহজারুল ইসলামের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় অচেতন অবস্থায় ওই কলেজছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহানন্দ সরকার আটুলিয়া গ্রামের কাদের স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও নির্মল সরকারের ছেলে।

আহত মহানন্দের ভাই নয়ন সরকার জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে খুটিকাটা গ্রামে সরকারিভাবে খাল খননের কাজ চলছে। খননকৃত খালের মাটি দিয়ে স্থানীয় ৪-৫ গ্রামের মানুষের চলাচলের জন্য একটি নতুন রাস্তা নির্মিত হচ্ছে। এলাকায় প্রথমবারের মতো খননযন্ত্র দিয়ে খনন কাজ দেখার আগ্রহে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় মহানন্দসহ এলাকার কিছু লোকজন।

এ সময় খননকৃত মাটি একটু উঁচু করে দিয়ে শক্ত ও মজবুত করে রাস্তা তৈরির বিষয়ে কর্মরত শ্রমিকদের কাছে আবেদন জানায় মহানন্দ। তখন নবনির্বাচিত ইউপি সদস্য আহজারুল ইসলাম ও তারঁ লোকজন মহানন্দকে বেধড়ক মারপিট করে। পরে কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতের পিতা নির্মল সরকার জানান, এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করবেন।

ঘটনার বিষয়ে কাশিমাড়ী ইউপি সদস্য আহজারুল ইসলাম নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। কাজের সুবিধার্থে মহানন্দকে ঘটনাস্থল থেকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, ‘ইতিমধ্যে ইউপি সদস্য কর্তৃক এক কলেজছাত্রকে মারপিটের ঘটনায় তাঁর কাছে অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে সালিস বৈঠক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত