Ajker Patrika

প্রার্থী হতে চান ৯২ জন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৯
প্রার্থী হতে চান ৯২ জন

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সব মিলিয়ে ৯২ জন বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পাওয়া দলের ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের তিন নেতা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জাম দিয়েছেন। গত বুধবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, দলের সাবেক সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপি নেতা হায়ুন কবির, আব্দুল্লাহ আল সাঈদ ও ইমতিয়াজ আহমেদ শিপন।

১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন। ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন। ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ১২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন ও ৯ নম্বর ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন।

২০০১ সালের এপ্রিল মাসে ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর সীমান্ত জটিলতায় চলা মামলার কারণে আর কোনো নির্বাচন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত