Ajker Patrika

ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০০
ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা

চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করে সেবা কার্যক্রম শুরু করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে।

জনগণকে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন মো. মাসুদ রানা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে ই-নামজারি আবেদন, নামজারি, শুনানি, অনুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যার তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেবেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ‘ভূমি অফিসে দালালদের মাধ্যমে সেবা নিতে গিয়ে গ্রহীতারা প্রতারিত হন। অনেকেই সরাসরি কথা বলার সুযোগ পান না। ভূমি-সংক্রান্ত জটিলতাও বোঝে না অনেকে। ফলে সুযোগ নেন দালালেরা।’

মো. মাসুদ রানা আরও বলেন, ‘ভোগান্তি কমাতে এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ ভ্রাম্যমাণ ভূমি অফিস স্থাপন করা হয়েছে। ভূমি সেবাগ্রহীতারা এতে সহজে সেবা পাবেন। দালালদের খপ্পরে পড়বেন না। সাধারণ মানুষ সরাসরি আমাকে তাঁদের সমস্যার কথা বলতে পারবেন। এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ উদ্যোগটি অব্যাহত থাকবে বলে জানান মো. মাসুদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত