Ajker Patrika

যুবকের মৃত্যু, মানতে পারছিলেন না স্বজনেরা

তিতাস প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৩: ১৩
যুবকের মৃত্যু, মানতে পারছিলেন না স্বজনেরা

তিতাসে বিদ্যুতায়িত হয়েছেন মনির হোসেন (৩০) নামের এক যুবক। মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এটি বিশ্বাস করতে পারছিলেন না স্বজনেরা। পরে মনির এখনো জীবিত আছেন দাবি করে চিকিৎসার দাবিতে হাসপাতাল ঘেরাও করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। মনির হোসেন (৩০) উপজেলার মনাইরকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে।

মনাইরকান্দি গ্রামের বাসিন্দা মাফুজ সিকদার জানান, গতকাল সকালে নছিমনচালক মনির হোসেন তাঁর চাচাতো ভাই শাখাওয়াত হোসেনের ঘর ভাঙার কাজে সাহায্য করার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘মৃত্যুর বিষয়টি আমাদের কারও বিশ্বাস হচ্ছিল না। তাই নিহতের স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েছিলেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান জানান, সকাল আনুমানিক ১০টায় বিদ্যুতায়িত হওয়া একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক নওশিন আফরোজ তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ সময় পুলিশকে খবর দিতে বললে স্বজনেরা দ্রুত চলে যান। পরবর্তী সময়ে আবারও স্বজনেরা ওই ব্যক্তির লাশ হাসপাতালে নিয়ে এসে রোগী মারা যায়নি দাবি করে হইচই শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হলে একই রিপোর্ট আসে। ঘটনাটি আমি ওসিকে জানিয়েছি।’

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘টিএইচও আমাকে ফোন করে বলেছেন, হাসপাতালে একজন বিদ্যুতায়িত রোগীকে আনা হয়েছে। পরবর্তী সময়ে কী হয়েছে, তা কেউ জানাননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত