Ajker Patrika

দেশে ফিরেই হতাশার কথা বললেন জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩: ১৬
দেশে ফিরেই হতাশার কথা বললেন জামাল

দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে শনিবার। সাফের ফাইনালে না খেলতে পারলেও বিমানের টিকিট না পাওয়ায় মালদ্বীপে কদিন বেশি থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। অবশেষে গতকাল রোববার দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জামাল ভূঁইয়া। সেখানে সাফ নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি। রেফারিং নিয়েও এ সময় আরেকবার ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক।

নেপালের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। সেই সিদ্ধান্ত নিয়ে হতাশ জামাল ভূঁইয়া বলেন, ‘সেই সিদ্ধান্ত আসলে মেনে নেওয়ার মতো না। তবে রেফারির ওপর আমাদের পূর্ণ সম্মান রয়েছে। আমাদের দাবি, আগামী সাফ থেকে যেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিআর) ব্যবস্থা রাখা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত