Ajker Patrika

বেতন-ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪: ৫০
বেতন-ভাতার দাবিতে  শিক্ষকদের মানববন্ধন

রাজস্ব খাতে ৭৭৭ জন শিক্ষকের চাকরি দ্রুত স্থানান্তর এবং ১৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মো. শরাফত হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক কাউছার আহমদ, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক কাজল দেবনাথ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রনিকস বিভাগ ইনস্ট্রাক্টর মরিয়ম মহল মনি, কারিগরি শাখার সদস্য সৌমিত্র দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। এতে শিক্ষকদের মনে চরম হতাশা বিরাজ করছে। ২০২০ সালের জুলাই থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১৮ মাস ধরে ৭৭৭ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। ১৮ মাস বেতন বন্ধ থাকায়, কয়েকজন শিক্ষক সঠিক সময়ে চিকিৎসা করাতে না পেরে মারা গেছেন। ৭৭৭ জন শিক্ষকের পরিবারের কথা বিবেচনায় নিয়ে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষকদের অবর্ণনীয় দুর্ভোগের অবসানে যাতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত