Ajker Patrika

চুরি যাওয়া গরু ফিরে পেয়ে খুশি গনজের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
চুরি যাওয়া গরু ফিরে পেয়ে খুশি গনজের

কালীগঞ্জে চুরি হওয়া হালের বলদ ফিরে পেয়ে হাসি ফুটেছে গনজের আলী ও তার স্ত্রীর মুখে। গত মাসে তাঁদের সাতটি গরু চুরি হয়ে যায়। আয়ের একমাত্র উৎস গরু গুলি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তাঁরা। কালীগঞ্জ থানায় মামলা করলে চুরি যাওয়া সেই গরু উদ্ধার করে তাঁদের হাতে হস্তান্তর করেছে থানা-পুলিশ।

রোববার রাতে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছোট বড় ১৫ গরু উদ্ধার করে পুলিশ।

গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ১২ অক্টোবর কালীগঞ্জের ফয়লা গ্রামের গনজের আলীর ৭ ও ১৯ অক্টোবর দিনগত রাতে ঝিনাইদহ সদর থানার হামদল ঘোষপাড়া এলাকা থেকে মৃত তাজুল গাজীর ছেলে জালাল গাজীর ৬ গরু চুরি হয়। ঘটনার পর কালীগঞ্জ ও সদর থানায় পৃথক দুটি চুরির মামলা হয়। এরপর অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া থানার উজ্জ্বল কাজী (৩৫), একই জেলার ফকিরহাট উপজেলার শেখ ওহাব (৫০), চিতলমারী উপজেলার সুজন খান ওরফে মিলন (৪২), ফকিরহাট উপজেলার আল আমিন কাজী (২৯), খুলনার ডুমুরিয়া উপজেলার সেকেন্দার আলী ফকির (৪৫), একই উপজেলার রুবেল গাজী (৩৫) ও বটিয়াঘাটা উপজেলার ছেলে জিয়া শেখ (৪২)।

সংবাদ সম্মেলনের সময় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত