ধনবাড়ী প্রতিনিধি
ধনবাড়ীতে পুলিশি হয়রানিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্টের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া অপর এজেন্ট মফিজুল ইসলামকেও পুলিশ হয়রানি করেছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোতাহের হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতাহের ওই ইউনিয়নের জমশেরপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু এবং নিহতের স্ত্রী-সন্তান পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাত আড়াইটার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকিরের নেতৃত্বে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তারা গেটে ভেঙে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে শব্দ পেয়ে মা ঘরের দরজা খুলে দেন।’
মিজানুর আরও বলেন, ‘এ সময় তারা এ বাড়িতে অস্ত্র ও বোমা রাখা আছে বলে হুমকি-ধমকি দিতে থাকে। আমরা এগুলো খোঁজে বের করতে বললে ঘরে প্রবেশ করে বাবাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এতে বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন জাকির বলেন, ভাব ধরছিস। পরে আবার আসব বলে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর আমার বাবা ঘটনাস্থলেই মারা যান।’
উপপরিদর্শক জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে ওই ব্যক্তি ছিল কি না আমার জানা নেই।’
ধনবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ নিয়মিত টহলে গিয়েছিল। লোকজন পুলিশ দেখে ভয়ে দৌড় দেন। এখানে হয়রানির কোনো ঘটনা ঘটেনি।
ধনবাড়ীতে পুলিশি হয়রানিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্টের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া অপর এজেন্ট মফিজুল ইসলামকেও পুলিশ হয়রানি করেছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোতাহের হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতাহের ওই ইউনিয়নের জমশেরপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু এবং নিহতের স্ত্রী-সন্তান পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাত আড়াইটার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকিরের নেতৃত্বে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তারা গেটে ভেঙে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে শব্দ পেয়ে মা ঘরের দরজা খুলে দেন।’
মিজানুর আরও বলেন, ‘এ সময় তারা এ বাড়িতে অস্ত্র ও বোমা রাখা আছে বলে হুমকি-ধমকি দিতে থাকে। আমরা এগুলো খোঁজে বের করতে বললে ঘরে প্রবেশ করে বাবাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এতে বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন জাকির বলেন, ভাব ধরছিস। পরে আবার আসব বলে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর আমার বাবা ঘটনাস্থলেই মারা যান।’
উপপরিদর্শক জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে ওই ব্যক্তি ছিল কি না আমার জানা নেই।’
ধনবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ নিয়মিত টহলে গিয়েছিল। লোকজন পুলিশ দেখে ভয়ে দৌড় দেন। এখানে হয়রানির কোনো ঘটনা ঘটেনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪