Ajker Patrika

সুস্থতা আল্লাহর নেয়ামত

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫: ০০
সুস্থতা আল্লাহর নেয়ামত

শারীরিক সুস্থতা আল্লাহর অনন্য নেয়ামত। এ নেয়ামতের যত্ন নেওয়া প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। অযত্ন-অবহেলায় শরীরের ক্ষতি করা ইসলাম সমর্থন করে না। পাঁচ সময়ে উপনীত হওয়ার আগে তার বিপরীত পাঁচ সময়কে মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন মহানবী (সা.)। সেখানে তিনি বলেন, ‘অসুস্থতার আগে সুস্থতাকে মূল্যায়ন করো।’ (হাকিম)

সুস্থতা সফলতা লাভের মাধ্যম। নামাজ, রোজা, হজসহ ইসলামের অসংখ্য বিধানের সঙ্গে সুস্থতার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সুস্থতা সৌভাগ্যের প্রতীক। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহে দিন শুরু করে, পরিবার-পরিজনের সঙ্গে নিরাপদে থাকে এবং তার কাছে সারা দিনের খাদ্য মজুত থাকে—তাহলে যেন পুরো পৃথিবীর সম্পদ তাকে দেওয়া হয়েছে।’ (তিরমিজি)

করোনা মহামারির এই বিপজ্জনক সময়ে স্বাস্থ্যসচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যথাযথ স্বাস্থ্যবিধি মানা এবং ডাক্তারদের পরামর্শমতে চলা সবার জন্য আবশ্যক। এটি মহানবী (সা.)-এর বাণীরই সমার্থক। মহানবী (সা.) বলেন, ‘সুস্থতা ও অবসর এই দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত।’ অর্থাৎ তারা এই দুটি নিয়ামতের যথাযথ মূল্যায়ন না করায় দুনিয়া-আখিরাতে ক্ষতির সম্মুখীন হয়। (বুখারি)

সুস্থতাকে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত অভিহিত করেছেন মহানবী (সা.)। মনের সুস্থতা তথা আত্মশুদ্ধি যেমন জরুরি, তেমনি দেহের সুস্থতাও জরুরি। তাই তো সুস্থ থাকার জন্য দোয়া করতে বলেছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও (ধার্মিকতা ও দেহের) সুস্থতা চাও। কারণ, ইমানের পর সুস্থতার চেয়ে মূল্যবান কোনো কিছু কাউকে দেওয়া হয়নি।’ (বুখারি)

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত