Ajker Patrika

বিভাগীয় এসএমই মেলায় পণ্যের পসরা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১: ০০
বিভাগীয় এসএমই মেলায় পণ্যের পসরা

জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বক্তারা বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা এসএমই প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। গত দুই বছরে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহায়তা করতে এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে এসএমই উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৪৮টি স্টল রয়েছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত