Ajker Patrika

জড়িতদের খুঁজে বের করার ঘোষণা মন্ত্রীর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৭
জড়িতদের খুঁজে বের করার ঘোষণা মন্ত্রীর

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর পেছনে কে কে জড়িত, তাও খুঁজে বের করা হবে।’

গতকাল রোববার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।’

পার্ক পরিদর্শন শেষে পরিদর্শন শেষে বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘পার্কের প্রাণীগুলোকে হৃষ্টপুষ্ট মনে হয়েছে। তবে পার্কে বর্তমানে একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ আছে। প্রাণী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত করবে এবং তদন্ত শেষে তদন্ত কমিটিকে তা জমা দেবে।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘প্রথম নয়টি জেব্রা মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানায়নি পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি খুবই দুঃখজনক মনে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য মন্ত্রণালয় সজাগ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাফারি পার্কের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত