মিলন উল্লাহ, কুষ্টিয়া
চিকন চালের পর এবারে কুষ্টিয়ার খুচরা বাজারে বেড়েছে মোটা চালের দাম। মাসখানেক আগে কয়েক দফায় চিকন চালের দাম বেড়েছে কুষ্টিয়ায়। বাজারে নতুন চাল না এলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বেড়ে গেছে। মূলত সরকার মোটা চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করার ঘোষণা দেওয়ায় মাসের প্রথম সপ্তাহ থেকেই কুষ্টিয়ার বাজারে মোটা চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। আগে ৫০ কেজির এক বস্তা মোটা চাল খাজানগর মিল গেটে ছিল এক হাজার ৮৫০ টাকা। এখন তা বেড়ে গিয়ে এক হাজার ৯২০ থেকে এক হাজার ৯৫০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৭০ থেকে ১০০ টাকা। অন্যান্য সব ধরনের চালের দাম অপরিবর্তিত থাকলেও ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় অজুহাতে সব ধরনের চালের দাম যেকোনো সময় আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকার ডিজেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া চলমান পরিবহন ধর্মঘট ইতিমধ্যে উঠিয়ে নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। তবে এই অজুহাতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকায় অনেকটাই স্থবিরতা দেখা গিয়েছিল। ধর্মঘটের মধ্যে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ বন্ধ ছিল। এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে। মিল মালিকেরা জানিয়েছেন, বাজারে নতুন চাল না আসার আগে দাম কমার সম্ভাবনা খুবই কম।
রোববার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট চাল ৫৮ টাকা, সাধারণ মিনিকেট চাল ৫৬ টাকা, কাজললতা ৫২ থেকে ৫৩ টাকা, আটাশ চাল ৪৮ টাকা, বাসমতি চাল ৬৬ থেকে ৬৮ টাকা, কাটারিভোগ চাল ৬০ টাকা, স্বর্ণা চাল ৪৫ টাকা এবং নাজিরশাইল চাল ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্বশেষ সোমবারেও চালের বাজারে দাম কমেনি।
ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে কুষ্টিয়ার খাজানগর থেকে মঙ্গলবারের আগে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চাল বোঝাই ট্রাক চলাচল বন্ধ ছিল। এ এলাকার মিল মালিকেরা জানান, প্রতিদিন এখানকার মোকাম থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে দুইশো থেকে আড়াইশো ট্রাক চাল যায়। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে চাল বোঝাই ট্রাক আটকে রয়েছে।
এ দিকে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কুষ্টিয়াসহ সারা দেশে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চালকল মালিক ও ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ধান-চাল সবকিছুর সঙ্গে ডিজেলের একটি যোগসূত্র রয়েছে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকায় একটি ১৫ টন চাল বোঝাই ট্রাক যেতে এখন ভাড়া লাগছে ১৫ হাজার টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে এই ট্রাক ভাড়া আরও দুই থেকে আড়াই হাজার টাকা বৃদ্ধি পাবে। আবার দেশের বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে মোকামে নিয়ে আসার ক্ষেত্রেও ট্রাক ভাড়া বেড়ে যাবে। যে কারণে চালের দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে।
চিকন চালের পর এবারে কুষ্টিয়ার খুচরা বাজারে বেড়েছে মোটা চালের দাম। মাসখানেক আগে কয়েক দফায় চিকন চালের দাম বেড়েছে কুষ্টিয়ায়। বাজারে নতুন চাল না এলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বেড়ে গেছে। মূলত সরকার মোটা চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করার ঘোষণা দেওয়ায় মাসের প্রথম সপ্তাহ থেকেই কুষ্টিয়ার বাজারে মোটা চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বেড়েছে। আগে ৫০ কেজির এক বস্তা মোটা চাল খাজানগর মিল গেটে ছিল এক হাজার ৮৫০ টাকা। এখন তা বেড়ে গিয়ে এক হাজার ৯২০ থেকে এক হাজার ৯৫০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৭০ থেকে ১০০ টাকা। অন্যান্য সব ধরনের চালের দাম অপরিবর্তিত থাকলেও ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় অজুহাতে সব ধরনের চালের দাম যেকোনো সময় আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকার ডিজেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া চলমান পরিবহন ধর্মঘট ইতিমধ্যে উঠিয়ে নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। তবে এই অজুহাতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকায় অনেকটাই স্থবিরতা দেখা গিয়েছিল। ধর্মঘটের মধ্যে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ বন্ধ ছিল। এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে। মিল মালিকেরা জানিয়েছেন, বাজারে নতুন চাল না আসার আগে দাম কমার সম্ভাবনা খুবই কম।
রোববার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট চাল ৫৮ টাকা, সাধারণ মিনিকেট চাল ৫৬ টাকা, কাজললতা ৫২ থেকে ৫৩ টাকা, আটাশ চাল ৪৮ টাকা, বাসমতি চাল ৬৬ থেকে ৬৮ টাকা, কাটারিভোগ চাল ৬০ টাকা, স্বর্ণা চাল ৪৫ টাকা এবং নাজিরশাইল চাল ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্বশেষ সোমবারেও চালের বাজারে দাম কমেনি।
ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে কুষ্টিয়ার খাজানগর থেকে মঙ্গলবারের আগে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চাল বোঝাই ট্রাক চলাচল বন্ধ ছিল। এ এলাকার মিল মালিকেরা জানান, প্রতিদিন এখানকার মোকাম থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে দুইশো থেকে আড়াইশো ট্রাক চাল যায়। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে চাল বোঝাই ট্রাক আটকে রয়েছে।
এ দিকে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কুষ্টিয়াসহ সারা দেশে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চালকল মালিক ও ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ধান-চাল সবকিছুর সঙ্গে ডিজেলের একটি যোগসূত্র রয়েছে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকায় একটি ১৫ টন চাল বোঝাই ট্রাক যেতে এখন ভাড়া লাগছে ১৫ হাজার টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে এই ট্রাক ভাড়া আরও দুই থেকে আড়াই হাজার টাকা বৃদ্ধি পাবে। আবার দেশের বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে মোকামে নিয়ে আসার ক্ষেত্রেও ট্রাক ভাড়া বেড়ে যাবে। যে কারণে চালের দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫