Ajker Patrika

বর্ণিল সাজে ঘাট এলাকা

তানজিল হাসান, মুন্সিগঞ্জ
আপডেট : ২৫ জুন ২০২২, ১০: ২৮
বর্ণিল সাজে ঘাট এলাকা

আগামীকাল শনিবার পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের বাংলাবাজার ঘাট এলাকায় আলোকসজ্জাসহ ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে পুরো এলাকা সাজানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ আলোকসজ্জার ব্যবস্থা করে।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বিআইডব্লিউটিএ কর্তৃক নৌপথে মাওয়া প্রান্ত থেকে বাংলাবাজার প্রান্তে ভিআইপিসহ সর্বসাধারণের যাতায়াত সুবিধার্থে নতুন ছয়টি নৌঘাট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাংলাবাজার প্রান্তে সমাবেশ স্থলের প্রায় ১ লাখ ৬০ হাজার বর্গফুট এলাকা ইটের সলিং ও বালু দিয়ে সমাবেশ উপযোগী করা হয়েছে। সর্বসাধারণ নৌপথে নির্বিঘ্নে নিরাপদে সমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে নদীতে আধুনিক মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। সমাবেশে যেসব মানুষ আসবেন তাঁদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক প্রায় ৩০টি নৌযান প্রস্তুত রয়েছে। ভিআইপিদের যাতায়াতে বিআইডব্লিউটিএ’র জাহাজ প্রস্তুত রয়েছে।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, মানুষের যাতায়াত সুবিধার জন্য দুই পাড়ের পুরো ফেরিঘাট এলাকা সংস্কারসহ নতুন সাজে সাজানো হয়েছে। বিভিন্ন স্থান থেকে নৌপথে যেসব মানুষ আসবেন, তাঁদের জন্য পন্টুন স্থাপনসহ আটটি নতুন অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীসহ নিয়োজিত এসএসএফের চাহিদা অনুযায়ী শিমুলিয়া, মাঝিরকান্দি এবং বাংলাবাজারে তিনটি কন্ট্রোল রুম স্থাপনসহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন আরও জানান, শিমুলিয়া এবং বাংলাবাজার প্রান্তের স্থাপনা, রাস্তাঘাট ও পার্কিং ইয়ার্ডসহ সব স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং খানাখন্দ ঠিক করা হয়েছে। এ ছাড়া বাংলাবাজার ঘাট এলাকায় যাত্রীদের সুশৃঙ্খলভাবে ওঠা-নামা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ১৬টি ক্যামেরাসহ সিসিটিভি স্থাপন করা হয়েছে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

জানা গেছে, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানকে সফল করার জন্য বিআইডব্লিউটিএ’র প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। আজ ২৪ জুন সকাল ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে আসবেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত