Ajker Patrika

৯৯৯ এ ফোন করেও সেবা পেলেন না ভুক্তভোগী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০৮: ৫৮
৯৯৯ এ ফোন করেও সেবা পেলেন না ভুক্তভোগী

জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানানোর ২০ মিনিট পরেও আসেনি পুলিশ। পরে আবার ৯৯৯ এ ফোন করা হলে, ভুক্তভোগীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সানাউল হক জানান, গত বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে জানালায় গিয়ে দেখতে পায় অজ্ঞাতপরিচয় ৪ জন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটছেন। এ সময় বাসার সবাই নিচে গিয়ে দেখেন, তাঁদের বাড়ির মূল গেট বাহির থেকে তালা দেওয়া। গেটের বাইরে থাকা অজ্ঞাতপরিচয় ওই চারজন তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসেন। এ সময় মুখোশধারী দুজন গ্যারেজে থাকা তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান এবং বাকি দুজন রাস্তায় অবস্থান করেন। তখন তিনি জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন দিলে সেখান থেকে তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে ভুক্তভোগী সানাউল আরও বলেন, ‘৯৯৯ এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯ এ ফোন দিই। ৯৯৯ ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করে বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে, আপনি আবার ৫ ঘণ্টা পর কল দেবেন।’

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একই দিন র‍্যাব-১১ বরাবর একটি অভিযোগ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা করছি।’ এ ছাড়া তিনি আরও বলেন, ‘৯৯৯ এ ফোন করার বিষয়টি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ