Ajker Patrika

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৫১
চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

মানিকগঞ্জের সাটুরিয়ায় চলন্ত বাস থামিয়ে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার চালক খোকন মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে আসামি খোকন মিয়াকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার খোকনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া ব্যাপারীপাড়া গ্রামে।

গত শনিবার দুপুরে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচালক খোকন কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন। নিজেকে বাঁচাতে ওই ছাত্রী বাস থেকে লাফ দেন। পরে প্রাইভেট কারের এক চালক বিষয়টি হাইওয়ে থানা-পুলিশকে জানালে পুলিশ বাসচালককে গ্রেপ্তার করে সাটুরিয়া থানায় হস্তান্তর করেন।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ‘গতকাল দুপুরে আসামিকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হলে জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত