Ajker Patrika

‘সুষ্ঠু সমন্বয় ছাড়া কাজ সফল হয় না’

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ১৪
‘সুষ্ঠু সমন্বয় ছাড়া কাজ সফল হয় না’

খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয় ছাড়া কোনো কাজ করলে তা যথাযথভাবে সফল হয় না। সিটি করপোরেশন এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া সহায়তা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হওয়ায় জনগণের দুর্ভোগ অনেকাংশে লাঘব সম্ভব হয়েছে।

তিনি গতকাল বৃহস্পতিবার উন্নয়ন ফোরাম রূপান্তর আয়োজিত কোভিড-১৯ মহামারি এবং অন্যান্য জরুরি অবস্থা নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ সভায় সভাপতিত্ব করেন। নগরীর হোটেল ক্যাসল সালামে সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তর-এর প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না এবং অ্যাডভোকেট মেমোরি সুফিয়া খাতুন শুনু। সভায় প্রকল্পের শিক্ষণীয় বিষয়সমূহ উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার ফারাহ বি তাবাসসুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত