খান রফিক, বরিশাল
বাংলা নববর্ষ বরণে বরিশাল নগরে এবার তিন ভাগে হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা, উদীচী ও বরিশাল নাটক এবং জেলা প্রশাসন পৃথকভাবে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। সংস্কৃতিপ্রেমীরা জানান, নব্বইয়ের দশকে নগরে বর্ণাঢ্য আয়োজনে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা হতো। কিন্তু নানা মতপার্থক্যে মঙ্গল শোভাযাত্রায় বিভক্তি ঘটে।
২০১৬ সালে সংস্কৃতজন এস এম ইকবাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি থাকাকালে পয়লা বৈশাখে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা করার উদ্যোগ নেন। কিন্তু তা সফলতার মুখ দেখেনি। এস এম ইকবাল বলেন, ‘বিএম স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে বরিশাল কলেজে শেষ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চারুকলা তা মানল না।’
বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী জানান, একাধিকবার বসা হলেও সমঝোতা হয়নি।
বরিশাল চারুকলার সংগঠক সুভাস দাস নিতাই বলেন, ‘চার-পাঁচ বছর আগে সমন্বয় পরিষদ উদ্যোগ নিয়েছিল সমঝোতা করার। নগরে একটা মঙ্গল শোভাযাত্রা হোক, এটা অনেকেই চেয়েছিলেন। শর্ত সাপেক্ষে আমরাও চেয়েছিলাম। চারুকলাই মঙ্গল শোভাযাত্রা করত। উদীচী করত বৈশাখী মেলা। কিন্তু উদীচী ও বরিশাল নাটক বহুজাতিক কোম্পানির সহায়তায় মঙ্গল শোভাযাত্রা শুরু করে। মূলত এর জন্যই আলাদাভাবে হচ্ছে শোভাযাত্রা।’
তবে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ বলেন, সম্মিলিতভাবে মঙ্গল শোভাযাত্রা হওয়া উচিত—এটাই সমন্বয় পরিষদ চেয়েছে। কিন্তু মতানৈক্যের কারণে ওটা হওয়ার নয়।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, মূলত নব্বইয়ের দশক থেকে মঙ্গল শোভাযাত্রা উদীচীর অর্থায়নে চারুকলার মাধ্যমে শুরু হয়। পরে চারুকলা এককভাবেই করে।
বরিশাল চারুকলার আয়োজকদের তথ্যমতে, পয়লা বৈশাখে মঙ্গলসংগীতের পর শিশুদের হাতে রাখি পরিয়ে বৈশাখ উৎসবের সূচনা হবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পর শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।
উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে সকাল ৯টায় নগরে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনও সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল সার্কিট হাউস পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করবে।
বাংলা নববর্ষ বরণে বরিশাল নগরে এবার তিন ভাগে হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা, উদীচী ও বরিশাল নাটক এবং জেলা প্রশাসন পৃথকভাবে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। সংস্কৃতিপ্রেমীরা জানান, নব্বইয়ের দশকে নগরে বর্ণাঢ্য আয়োজনে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা হতো। কিন্তু নানা মতপার্থক্যে মঙ্গল শোভাযাত্রায় বিভক্তি ঘটে।
২০১৬ সালে সংস্কৃতজন এস এম ইকবাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি থাকাকালে পয়লা বৈশাখে একটিমাত্র মঙ্গল শোভাযাত্রা করার উদ্যোগ নেন। কিন্তু তা সফলতার মুখ দেখেনি। এস এম ইকবাল বলেন, ‘বিএম স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে বরিশাল কলেজে শেষ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চারুকলা তা মানল না।’
বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী জানান, একাধিকবার বসা হলেও সমঝোতা হয়নি।
বরিশাল চারুকলার সংগঠক সুভাস দাস নিতাই বলেন, ‘চার-পাঁচ বছর আগে সমন্বয় পরিষদ উদ্যোগ নিয়েছিল সমঝোতা করার। নগরে একটা মঙ্গল শোভাযাত্রা হোক, এটা অনেকেই চেয়েছিলেন। শর্ত সাপেক্ষে আমরাও চেয়েছিলাম। চারুকলাই মঙ্গল শোভাযাত্রা করত। উদীচী করত বৈশাখী মেলা। কিন্তু উদীচী ও বরিশাল নাটক বহুজাতিক কোম্পানির সহায়তায় মঙ্গল শোভাযাত্রা শুরু করে। মূলত এর জন্যই আলাদাভাবে হচ্ছে শোভাযাত্রা।’
তবে বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ বলেন, সম্মিলিতভাবে মঙ্গল শোভাযাত্রা হওয়া উচিত—এটাই সমন্বয় পরিষদ চেয়েছে। কিন্তু মতানৈক্যের কারণে ওটা হওয়ার নয়।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, মূলত নব্বইয়ের দশক থেকে মঙ্গল শোভাযাত্রা উদীচীর অর্থায়নে চারুকলার মাধ্যমে শুরু হয়। পরে চারুকলা এককভাবেই করে।
বরিশাল চারুকলার আয়োজকদের তথ্যমতে, পয়লা বৈশাখে মঙ্গলসংগীতের পর শিশুদের হাতে রাখি পরিয়ে বৈশাখ উৎসবের সূচনা হবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পর শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।
উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে সকাল ৯টায় নগরে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
এদিকে নববর্ষকে বরণ করতে বরিশাল জেলা প্রশাসনও সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল সার্কিট হাউস পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪