Ajker Patrika

উচ্ছেদ অভিযানে বাধা গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ৫৩
উচ্ছেদ অভিযানে বাধা গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় মো. সেলিম রেজা (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাঁকে আটক করে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

আটক সেলিম রেজাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কুশল কুমার সাহা বাদী হয়ে মামলা করেন।

গ্রেপ্তারকৃত সেলিম রেজা জেলার সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ঢাকাগামী লেনের ওপর বসানো অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় গ্রেপ্তারকৃত মো. সেলিম রেজাসহ আরও ৮-১০ জন বাধা দেন এবং হাইওয়ে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশ থানায় মামলা করেছে। সেই মামলায় থানায় একজন গ্রেপ্তার আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত