Ajker Patrika

অপহৃত শিশু উদ্ধার, নারী আটক

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ২৭
Thumbnail image

বদরগঞ্জ থেকে অপহৃত এক বছর বয়সী শিশু জোয়ায়েদকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নীলফামারীর কুমড়া খাওয়ার মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুবিনা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শিশু জোয়ায়েদকে গত শুক্রবার বিকেলে অপহরণ করা হয়েছিল। সে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের চকপলাশবাড়ী মাঝাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। অভিযুক্ত রুবিনার বাড়িও একই গ্রামে।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় চন্দ্র রায় জানান, রুবিনা শুক্রবার বিকাল ৪টার দিকে আনিসুরের বাড়ি থেকে জোয়ায়েদকে কোলে নিয়ে বেড়ানোর কথা বলে বের হন। পরে শিশুসহ তাঁকে না পেয়ে বাবা-মা ওই দিন সন্ধ্যায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে উঠে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কোলে ফিরে দেওয়া হয়েছে। অপহরণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত