Ajker Patrika

নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৮
নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

‘নারী নির্যাতন বন্ধ করি-কমলা রঙের বিশ্ব গড়ি’ এই স্লোগানে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাল্য বিয়ে রুখতে হবে-আওয়াজ তোল তালে তালে এবং নারী নির্যাতন বন্ধ করি-সবাই সুখের সমাজ গড়ি লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকার নারী-পুরুষেরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন যোগ দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচির আওতায় বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত