Ajker Patrika

বিদ্রোহী প্রার্থী হওয়া ২ জাপা নেতা বহিষ্কার

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
বিদ্রোহী প্রার্থী হওয়া ২ জাপা নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত গত বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন মর্নেয়া ইউনিয়ন জাপা সভাপতি রেজাউল কবীর রঞ্জু এবং বড়বিল ইউনিয়ন জাপার সভাপতি মোখলেছুর রহমান বকশী। তাঁরা উভয়ে উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য।

নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফা ইউপি নির্বাচনের তফসিল মোতাবেক রেজাউল মর্নেয়ায় এবং মোখলেছুর বড়বিলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল কালাম বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক বড়বিলে মোহাম্মদ আলী মিলন (কাজী) এবং মর্নেয়ায় মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে জাপার প্রার্থী মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত উপেক্ষা করে রেজাউল এবং মোখলেছুর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই দলীয় সিদ্ধান্তে তাঁদের জাপার প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে কি না সে বিষয়ে আমাকে এখন পর্যন্ত জানানো হয়নি।’

একই বিষয়ে মোখলেছুর বলেন, ‘আমার জনপ্রিয়তা রয়েছে, তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে কি না তা এখনো জানি না। তবে লোকমুখে শুনছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত