Ajker Patrika

বেনামে সিমকার্ড নিয়ে টাকা হাতায় তারা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৪১
বেনামে সিমকার্ড নিয়ে টাকা হাতায় তারা

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ডুমাইন থেকে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেো ডুমাইনের পূর্বপাড়া এলাকার মৃত আলাল খানের ছেলে তরিকুল ইসলাম (২৭), আবু তালেব মল্লিকের ছেলে ফরহাদ মল্লিক (৩৩), শুকুর আলী মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২৫), মৃত তরুণ মন্ডলের ছেলে তাপস মন্ডল (২৮) ও জনেক মন্ডলের ছেলে তপন মন্ডল (২৩) ও গোবিন্দ মন্ডল (২২)।

র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে মধুখালীর ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ও ১১টি সিম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টধারীদের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এক শ্রেণির অসাধু সিম বিক্রেতার যোগসাজশে এ প্রতারক চক্র বেনামে মোবাইলের সিমকার্ড রেজিস্ট্রেশন করে। পরে নিজেকে বিকাশের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তের সহজ–সরল বিকাশ অ্যাকাউন্টধারীদের ফোন করে কৌশলে তাঁদের পিন কোড জেনে নেয়। পরে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে থাকা সব টাকা হাতিয়ে নেয় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ