খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়ে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা ও জরিমানা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা সত্ত্বেও খুলনা মহানগরীতে বেসরকারিভাবে পরিচালিত কোচিং সেন্টারগুলোতে সশরীরে উপস্থিত থেকে পাঠদান অব্যাহত রাখা হয় যা সরকারি উদ্দেশ্যের পরিপন্থী।
জেলা প্রশাসন সূত্র মতে, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এবং লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং সেন্টারের সত্ত্বাধিকারীকে জরিমানা করা হয়। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। এ সময় কোচিং সেন্টারসমূহকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ বলবৎ থাকা অবস্থায় বন্ধ রাখার জন্য এবং যথাযথ লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়।
জানা গেছে, অভিনব কায়দায় খুলনা মহানগরীতে চলছে কোচিং সেন্টার, ব্যাচ ও টিউশন। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারগুলো চালু থাকায় রীতিমত আতঙ্কিত সংশ্লিষ্টরা। তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এ বিষয়ে কোন মন্তব্যই করতে চাইছেন না অভিভাবকেরা।
কোচিং সেন্টারগুলোতে কেউ কৌশলে আবার কেউ প্রকাশ্যেই ক্লাস নিচ্ছেন। কিছু সেন্টারের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে চালানো হয় পাঠদান। অনেক শিক্ষক তাদের প্রাইভেট ব্যাচগুলোর ক্লাসের নির্ধারিত স্থান থেকে সরে এসে নিজ নিজ বাসায় ক্লাস নিচ্ছেন। করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া কিন্ডার গার্টেন স্কুলগুলো ব্যবহৃত হচ্ছে কোচিং হিসেবে। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
খুলনা মহানগরীর কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়ে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা ও জরিমানা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা সত্ত্বেও খুলনা মহানগরীতে বেসরকারিভাবে পরিচালিত কোচিং সেন্টারগুলোতে সশরীরে উপস্থিত থেকে পাঠদান অব্যাহত রাখা হয় যা সরকারি উদ্দেশ্যের পরিপন্থী।
জেলা প্রশাসন সূত্র মতে, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এবং লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং সেন্টারের সত্ত্বাধিকারীকে জরিমানা করা হয়। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। এ সময় কোচিং সেন্টারসমূহকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ বলবৎ থাকা অবস্থায় বন্ধ রাখার জন্য এবং যথাযথ লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়।
জানা গেছে, অভিনব কায়দায় খুলনা মহানগরীতে চলছে কোচিং সেন্টার, ব্যাচ ও টিউশন। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারগুলো চালু থাকায় রীতিমত আতঙ্কিত সংশ্লিষ্টরা। তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এ বিষয়ে কোন মন্তব্যই করতে চাইছেন না অভিভাবকেরা।
কোচিং সেন্টারগুলোতে কেউ কৌশলে আবার কেউ প্রকাশ্যেই ক্লাস নিচ্ছেন। কিছু সেন্টারের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে চালানো হয় পাঠদান। অনেক শিক্ষক তাদের প্রাইভেট ব্যাচগুলোর ক্লাসের নির্ধারিত স্থান থেকে সরে এসে নিজ নিজ বাসায় ক্লাস নিচ্ছেন। করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া কিন্ডার গার্টেন স্কুলগুলো ব্যবহৃত হচ্ছে কোচিং হিসেবে। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫