Ajker Patrika

‘ইন্দ্রাণী’ হয়ে ছোট পর্দায় ফিরছেন অঙ্কিতা

আপডেট : ১৬ জুন ২০২২, ০৮: ৫৫
‘ইন্দ্রাণী’ হয়ে ছোট পর্দায় ফিরছেন অঙ্কিতা

২০১৫ সালে ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। এ চরিত্রে তাঁর স্পষ্ট উচ্চারণ, নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল দর্শককে। ‘ফাগুন বউ’তেও কিছুদিনের জন্য দেখা গিয়েছিল অঙ্কিতাকে। কিছুদিন আগে বহু দিনের বন্ধু অভিনেতা প্রান্তিকের সঙ্গে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অঙ্কিতা। ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করার পর এবার ক্যারিয়ারেও শুরু হলো আরেক ইনিংস। কালারস বাংলার নতুন সিরিয়াল ‘ইন্দ্রাণী’তে নামভূমিকায় ফিরছেন অঙ্কিতা। প্রায় সাত বছর পর ছোট পর্দায় দেখা যাবে তাঁকে।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ইন্দ্রাণীর প্রোমো। তাতে দেখা যাচ্ছে, ইন্দ্রানী একটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করে। বছর ১৩ বয়সী একটি মেয়ে আছে তার। মেয়েকে সে খুব ভালোবাসে। কিন্তু মেয়ে মাকে একেবারেই সহ্য করতে পারে না। কারণ মেয়ের ধারণা, মায়ের জন্যই তাদের ছেড়ে চলে গেছে বাবা।

ডিভোর্স হয়ে গেলেও ইন্দ্রাণী শ্বশুরবাড়িতেই থাকে। শ্বশুর-শাশুড়ির সব খরচ বহন করে। শাশুড়ি খুবই পছন্দ করে ইন্দ্রাণীকে। কিন্তু কথা শোনাতে ছাড়ে না পাড়া-প্রতিবেশীরা। তবে এসবে পাত্তা দেওয়ার মেয়ে ইন্দ্রাণী নয়। সে নিজের মনে নিজের কাজটি করে যায়।

ইন্দ্রাণী সিরিয়ালের প্রোমোতে পাওয়া গেল অসমবয়সী প্রেমের গল্পের আঁচও। যে হাসপাতালে কাজ করে ইন্দ্রাণী, সেখানকারই বয়সে ছোট এক চিকিৎসক তার প্রেমে পাগল। কালারস বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেমের আঁচ থাকলেও প্রচলিত মিষ্টি প্রেমের গল্প এটি নয়। শিগগিরই কালারস বাংলার পর্দায় দেখা যাবে ধারাবাহিকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত