Ajker Patrika

লাইসেন্স চান রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকেরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
লাইসেন্স চান রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকেরা

ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার এবং চালকদের ওপর হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতারা।

তকাল বৃহস্পতিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে সংগ্রাম পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী।

সংগঠনের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক  এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সদস্যসচিব বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আব্দুল করিম, বাসদের খুলনা কমিটির সদস্য কোহিনুর আক্তার কনা, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া, হারুনুর রশিদ, শহিদুল শিকদার মনির, জলমা ইউনিয়ন ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মিলন, কৈয়া বাজার ইজিবাইক মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা রুবাইয়াতু ইসলাম ও আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মনীষা চক্রবর্তী বলেন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন চলার পরে নীতিমালা প্রণয়ন হলেও এসব যানবাহনের লাইসেন্স আলোর মুখ দেখেনি। বরং প্রতিনিয়ত অযৌক্তিকভাবে যত্রতত্র মামলা দিয়ে এসব শ্রমিকদের হয়রানি করা হচ্ছে, গাড়ি আটকে রাখা হচ্ছে ও অতিরিক্ত রেকার চার্জ নেওয়া হচ্ছে।

যানজট নিয়ন্ত্রণের জন্য রাস্তাঘাট প্রশস্ত না করে বা বাইপাস সড়ক নির্মাণ না করে শুধু রিকশা-ইজিবাইক শ্রমিকদের ওপর এই হয়রানি এক ধরনের জুলুম-নির্যাতন ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, অবিলম্বে সংগ্রাম পরিষদের প্রস্তাবনা গ্রহণ করে প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ চূড়ান্ত করে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, ব্যাটারিচালিত থ্রি হুইলার গাড়ির বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত