Ajker Patrika

বাহুবলে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
বাহুবলে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের কামাইছড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে বাস ও ট্রাকের চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসটি কামাইছড়া স্থানে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। এ ঘটনায় প্রায় ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হুসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত