Ajker Patrika

বণিকনেতাদের শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর

মধুপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৩৭
Thumbnail image

মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে গত শুক্রবার রাত নয়টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে সমিতির উপদেষ্টা পরিষদ।

প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শরুতেই নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি সিদ্দিক হোসেন খান ও সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুসহ কার্যকরী কমিটির ২১ জনকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক। এরপর তাঁদের হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন উপদেষ্টা পরিষদ।

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আনোয়ারুল হক, উপদেষ্টা সরকার সহিদ, উপদেষ্টা সুবল চন্দ্র সাহা, উপদেষ্টা বিল্লাল হোসেন ফকির, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, নবনির্বাচিত সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান এবং সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত