Ajker Patrika

স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগে মামলা

জৈন্তাপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ২০
স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগে মামলা

জৈন্তাপুরে বিজিবির কাছে চোরাকারবারের তথ্য ফাঁস করায় এক স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার জৈন্তাপুর মডেল থানায় ওই স্কুলছাত্রের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। এর আগে গত শনিবার সকালে উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামে ওই স্কুলছাত্রের ওপর হামলা হয়।

এজাহারে বলা হয়, গৌরীশংকর গ্রামের সরাফত আলীর ছেলে রুহেল আহমদ টিটু (১৫)। সে জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওই গ্রাম ও তাদের বাড়ির আশপাশ দিয়ে প্রতিদিন চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করে থাকে। সম্প্রতি বিজিবি চোরাকারবারিদের মালামাল আটক করে।

চোরাকারবারিদের দাবি, বিজিবি তথ্য দিয়েছে থাকে টিটুসহ স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গত শনিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় টিটু নদীতে যায় হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় ইসলাম উদ্দিন ও হেমজা মিয়া টিটুকে মোটরসাইকেলে তুলে হেমজার বাড়িতে নিয়ে যায়।

ঘরে রশি দিয়ে বেঁধে তাকে মারা হয়। তাঁর পরিবারের লোকজন স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ইউপি সদস্য মনছুর আহমদ বলেন, ‘টিটুর বাবা আমাকে ফোন করে বলার পর আমি তাঁদের নিয়ে হেমজার বাড়িতে যাই এবং টিটুকে উদ্ধার করে নিয়ে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত