Ajker Patrika

অস্ত্র মামলায় যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ৫৩
অস্ত্র মামলায় যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন নড়াইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।

রায়ে জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দিতে বলা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির তালুকদার (৪৮)। তাঁর বাড়ি কালিয়ার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম সামছুল হক শ্যাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াগাতীর কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জাকিরকে আটক করে র‍্যাব। পরে এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। গতকাল ওই মামলার রায় দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত