Ajker Patrika

রেললাইনে বাঁশের অবৈধ হাট

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৪০
রেললাইনে বাঁশের অবৈধ হাট

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ওপর গড়ে উঠেছে বাঁশের অবৈধ হাট। এক যুগ ধরে এ হাটে চলছে বেচাকেনা। এতে ট্রেন চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানান, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মাসোয়ারা নেওয়ার কারণে বন্ধ হচ্ছে না হাটটি। সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানায়, গত এক বছরে রেলপথে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন এ রেলপথে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে পাঁচটি আন্তনগর এবং একটি মেইল ট্রেন চলাচল করে। রেলওয়ে বিধি অনুযায়ী ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে রেললাইনের উভয় পাশের ২০ ফুট এলাকায় কোনো প্রকার স্থাপনা, দোকানপাট ও হাটবাজার গড়ে তোলা, এমনকি মানুষ চলাচলের সুযোগ নেই। কিন্তু এ আইনকে উপেক্ষা করে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ৪০০ গজ দক্ষিণে শহীদ ডা. সামসুল হক সড়ক ও শেরেবাংলা সড়কের মাঝে গড়ে উঠেছে বাঁশের হাট।

সরেজমিনে দেখা যায়, লম্বা বাঁশ রাখা হয়েছে রেললাইনের দুই ধারে। এমনকি কোনো কোনো সময় রেললাইনের ওপর রেখেও বেচাকেনা চলছে। হঠাৎ ট্রেন চলে এলে দৌড়ঝাঁপ শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

স্থানীয় বাঁশ বিক্রেতা আকরাম আলী বলেন, ‘পৌরসভাকে টোল ও খাজনা দিয়ে বাঁশের ব্যবসা করছি। এ ছাড়া প্রতিদিন রেলওয়ে জিআরপি পুলিশের লোক এসে টাকা নিয়ে যায়। সরিয়ে দেওয়া হলে অন্যত্র চলে যাব।’ তাঁর মতো অনেকেই এভাবে রেললাইনের ওপর বাঁশ বেচাকেনা করছেন। তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো সদুত্তর মেলেনি।

সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানু বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় এ ধরনের বাজার হওয়া ঠিক না। এসব দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, ‘আমরা কয়েকবার রেললাইন থেকে দখলদারদের উচ্ছেদ করি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রেলওয়ের জায়গা চিহ্নিত করে সীমানাপ্রাচীর দিতে পারলে এ সমস্যা আর থাকবে না।’

সৈয়দপুর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, ট্রেনচালকেরা রেললাইন নিরাপদ রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। রেললাইনের উভয় পাশের স্থাপনা, দোকানপাট ও হাটবাজার উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিপূর্বে কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আগের অবস্থায় ফিরে এসেছে।

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অল্প দিন আগে দায়িত্ব নিয়েছি। রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত হোক—এটা আমরাও চাই। সেখান থেকে টোল কিংবা খাজনা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত