Ajker Patrika

কর্মবিরতিতে স্থবির খাতুনগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্মবিরতিতে স্থবির খাতুনগঞ্জ

ছুরিকাঘাতে আহত মো. মাসুদ নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে পণ্য ওঠানো-নামানো আবারও বন্ধ করে বিক্ষোভ করেছেন ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো পরিবহন থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখেন। এতে স্থবিরতা দেখা দিয়েছে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে।

খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় সকাল ৯টার পর থেকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকদের কর্মবিরতির কারণে গত দুই দিনে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘শ্রমিকেরা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না। তাঁরা যদি কাজে না ফেরেন, তাহলে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। তাই আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব।’

নিহত শ্রমিক মাসুদ ভোলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পরিবার নিয়ে চাক্তাই রাজাখালী রোডে বসবাস করতেন। মাসুদ খাতুনগঞ্জে ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ করতেন। গত সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জে গাড়িতে পণ্য ওঠানো-নামানো নিয়ে চালক ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছুরিকাঘাতের ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শ্রমিকেরা সড়ক অবরোধ করে খাতুনগঞ্জে বিক্ষোভ করেন। পরে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসে অবরোধ তুলে নিলেও সারা দিন কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় শ্রমিকেরা বুধবার থেকে কাজে ফেরার আশ্বাস দেন। সেই অনুযায়ী বুধবার সকালে তাঁরা কাজও শুরু করেন। কিন্তু গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন মাসুদের মৃত্যু হলে সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার কর্মবিরতি পালন করেন।

বিকেল ৫টা পর্যন্ত তাঁরা কোনো পণ্য ওঠানো-নামানোর কাজ করেনি। খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে মাসুদের মৃত্যু হয়। তাঁর জানাজার পর সন্ধ্যায় (গতকাল) আমরা বসব। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের একটাই দাবি, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাজে ফিরব না।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। তাঁদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি। তাঁরা বলছেন, সন্ধ্যায় নিহত শ্রমিকের জানাজার পর কাজে ফিরবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত