নাফিসা চৌধুরী
‘মেয়ে মানুষের এত ছেলেবন্ধু কিসের?’—ঘরে ঢুকতেই মায়ের চিৎকার।
ভার্সিটি থেকে হেঁটে হেঁটে টুম্পা, শাপলা আর রনি বাসা পর্যন্ত এল ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে আলাপ করতে করতে। টুম্পাদের চার বাড়ি আগেই শাপলাদের বাড়ি। টুম্পার মা রোজ মেয়ের ফেরার সময় বারান্দায় এসে দাঁড়ান। রনিকে দেখে কপাল কুঁচকে ঘরে চলে গেলেন আজ।
‘মা, রনি আমার বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়েছি আর এখন ভার্সিটিতে পড়ি। তুমি ওকে খুব ভালো করে চেন। ও কেমন ছেলে, তা জানো। আর আমার তো বন্ধু হাতে গোনা ছয়জন।’
‘শোন টুম্পা, তুই এখন বড় হয়েছিস। তোর ছয়জন বন্ধুর মধ্যে চারজনই তো ছেলে। আর এত কী বাসায় ফেরার পরও ফোনে কথা? তোর বিয়ে দিয়ে দিতে হবে। এটাই সমাধান।’
‘হ্যাঁ মা, চারজনই ছেলে, আমাদের ক্লাসে প্রেজেন্টেশন করার যে গ্রুপ, সেটা আমাদের ছয়জনের। গ্রুপ কলে আমাদের অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার কথা হয় শুধু। ছেলে-মেয়ের বন্ধুত্ব খুব স্বাভাবিক একটা ব্যাপার মা। বিয়ে কোনো কিছুর সমাধান নয়, যার সঙ্গে বিয়ে হবে, সে-ও তো ছেলে। হতে পারে কারও বন্ধু!’
‘তোকে মহিলা কলেজে ভর্তি না করানোটাই আমার ভুল হয়েছে। আবার মুখে মুখে কথা বলছিস। কালও পাশের বাসার ভাবি জিজ্ঞেস করছিল, “টুম্পার সঙ্গে ছেলেটা কে, ওর বয়ফ্রেন্ড? এখন তো এসব নরমাল।”’
‘মা, তুমি এসব কী বলছ? তুমি কী বুঝতে পারছ? আমার বন্ধু ওরা। আমি এ পর্যন্ত কখনো এমন কিছু করিনি যাতে তোমাদের ছোট হতে হয়! তুমি প্রায়ই আমাকে এ ধরনের কথা বলছ কেন, মা?’
‘হ্যাঁ, খুব উদ্ধার করেছিস আমাকে। তোর জন্য মানুষের কথা শোনা লাগে, ছোট করার আর বাকি কী আছে? ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। মনে রাখিস।’
‘সব ছেলে এক না মা, আর ওরা যারা আমার বন্ধু, তারা তো আমার বন্ধুই আছে। কই এত দিনেও কোনো সমস্যা হয়নি তো। তুমি মানুষের কথা শুনে আমাকে ভুল বুঝলে শুধু।’
কাঁদতে কাঁদতে টুম্পা তার শোবার ঘরে চলে গেল। এটা নতুন না। টুম্পার মায়ের বদ্ধমূল ধারণা, ছেলে-মেয়ে কখনো ভালো বন্ধু হয় না। কেউ না কেউ প্রেমে পড়েই। আশপাশের কয়েকজন আন্টি তাঁদের মেয়েদের কলেজে ওঠার আগেই বিয়ে দিয়ে দিয়েছেন। এখন তাঁরা টুম্পার জন্য পাত্রের খোঁজ নিয়ে আসেন প্রতি সপ্তাহে। টুম্পার বাবার কারণে কেউ আর এগোতে পারে না। বাবা চান, টুম্পা পড়াশোনা শেষ করুক আগে।
কিন্তু পাশের বাসার আন্টিরা বলেন, ‘দেখেন ভাবি, মেয়েরা কুড়িতেই বুড়ি, আর বয়স বেড়ে গেলে ভালো ছেলে পাওয়া যাবে না, বাজারে দাম কমে যাবে, আমার মেয়েকে আমি সময় থাকতেই পার করে দিয়েছি।’
আবার কেউ বলেন, ‘বিয়ের পর পড়াশোনা করুক, যে কদিন ভালো লাগে, ও তো আর চাকরি করবে না।’
আর এসব শুনে তার মায়ের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। মনে মনে মা ভাবে, ‘মেয়ে তো! বিয়ে তো দেওয়াই লাগবে, তাহলে আগে হলেই তো ভালো। ঠিকই তো বলছে সবাই।’
এসব কথা টুম্পার কানেও আসে, মন খারাপ নিয়েই তার দিনযাপন, শুধু সে তার বাবার কথা ভেবে শান্তি পায়। জানে, বাবা তাকে বুঝবে।
কথোপকথনের মাধ্যমে যে কথাগুলো বলা হলো, সেগুলো কি নতুন লাগছে? নাকি চির চেনা একটা গল্প বললাম? আমাদের আশপাশে প্রতিদিন এই গল্প নতুন করে লেখা হচ্ছে। বারবার হচ্ছে। কারণ, নারীতে-পুরুষে যে বিভাজন তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে সচেতনভাবে প্রতিবাদ হচ্ছে খুব কম। নারী-পুরুষ সম্পর্ককে এভাবেই আলাদা করে দেখা হচ্ছে দিনের পর দিন। বাইরে নয়, ঘরের ভেতরেই তো তৈরি হচ্ছে এই দূরত্ব।
‘মেয়ে মানুষের এত ছেলেবন্ধু কিসের?’—ঘরে ঢুকতেই মায়ের চিৎকার।
ভার্সিটি থেকে হেঁটে হেঁটে টুম্পা, শাপলা আর রনি বাসা পর্যন্ত এল ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে আলাপ করতে করতে। টুম্পাদের চার বাড়ি আগেই শাপলাদের বাড়ি। টুম্পার মা রোজ মেয়ের ফেরার সময় বারান্দায় এসে দাঁড়ান। রনিকে দেখে কপাল কুঁচকে ঘরে চলে গেলেন আজ।
‘মা, রনি আমার বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়েছি আর এখন ভার্সিটিতে পড়ি। তুমি ওকে খুব ভালো করে চেন। ও কেমন ছেলে, তা জানো। আর আমার তো বন্ধু হাতে গোনা ছয়জন।’
‘শোন টুম্পা, তুই এখন বড় হয়েছিস। তোর ছয়জন বন্ধুর মধ্যে চারজনই তো ছেলে। আর এত কী বাসায় ফেরার পরও ফোনে কথা? তোর বিয়ে দিয়ে দিতে হবে। এটাই সমাধান।’
‘হ্যাঁ মা, চারজনই ছেলে, আমাদের ক্লাসে প্রেজেন্টেশন করার যে গ্রুপ, সেটা আমাদের ছয়জনের। গ্রুপ কলে আমাদের অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার কথা হয় শুধু। ছেলে-মেয়ের বন্ধুত্ব খুব স্বাভাবিক একটা ব্যাপার মা। বিয়ে কোনো কিছুর সমাধান নয়, যার সঙ্গে বিয়ে হবে, সে-ও তো ছেলে। হতে পারে কারও বন্ধু!’
‘তোকে মহিলা কলেজে ভর্তি না করানোটাই আমার ভুল হয়েছে। আবার মুখে মুখে কথা বলছিস। কালও পাশের বাসার ভাবি জিজ্ঞেস করছিল, “টুম্পার সঙ্গে ছেলেটা কে, ওর বয়ফ্রেন্ড? এখন তো এসব নরমাল।”’
‘মা, তুমি এসব কী বলছ? তুমি কী বুঝতে পারছ? আমার বন্ধু ওরা। আমি এ পর্যন্ত কখনো এমন কিছু করিনি যাতে তোমাদের ছোট হতে হয়! তুমি প্রায়ই আমাকে এ ধরনের কথা বলছ কেন, মা?’
‘হ্যাঁ, খুব উদ্ধার করেছিস আমাকে। তোর জন্য মানুষের কথা শোনা লাগে, ছোট করার আর বাকি কী আছে? ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। মনে রাখিস।’
‘সব ছেলে এক না মা, আর ওরা যারা আমার বন্ধু, তারা তো আমার বন্ধুই আছে। কই এত দিনেও কোনো সমস্যা হয়নি তো। তুমি মানুষের কথা শুনে আমাকে ভুল বুঝলে শুধু।’
কাঁদতে কাঁদতে টুম্পা তার শোবার ঘরে চলে গেল। এটা নতুন না। টুম্পার মায়ের বদ্ধমূল ধারণা, ছেলে-মেয়ে কখনো ভালো বন্ধু হয় না। কেউ না কেউ প্রেমে পড়েই। আশপাশের কয়েকজন আন্টি তাঁদের মেয়েদের কলেজে ওঠার আগেই বিয়ে দিয়ে দিয়েছেন। এখন তাঁরা টুম্পার জন্য পাত্রের খোঁজ নিয়ে আসেন প্রতি সপ্তাহে। টুম্পার বাবার কারণে কেউ আর এগোতে পারে না। বাবা চান, টুম্পা পড়াশোনা শেষ করুক আগে।
কিন্তু পাশের বাসার আন্টিরা বলেন, ‘দেখেন ভাবি, মেয়েরা কুড়িতেই বুড়ি, আর বয়স বেড়ে গেলে ভালো ছেলে পাওয়া যাবে না, বাজারে দাম কমে যাবে, আমার মেয়েকে আমি সময় থাকতেই পার করে দিয়েছি।’
আবার কেউ বলেন, ‘বিয়ের পর পড়াশোনা করুক, যে কদিন ভালো লাগে, ও তো আর চাকরি করবে না।’
আর এসব শুনে তার মায়ের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। মনে মনে মা ভাবে, ‘মেয়ে তো! বিয়ে তো দেওয়াই লাগবে, তাহলে আগে হলেই তো ভালো। ঠিকই তো বলছে সবাই।’
এসব কথা টুম্পার কানেও আসে, মন খারাপ নিয়েই তার দিনযাপন, শুধু সে তার বাবার কথা ভেবে শান্তি পায়। জানে, বাবা তাকে বুঝবে।
কথোপকথনের মাধ্যমে যে কথাগুলো বলা হলো, সেগুলো কি নতুন লাগছে? নাকি চির চেনা একটা গল্প বললাম? আমাদের আশপাশে প্রতিদিন এই গল্প নতুন করে লেখা হচ্ছে। বারবার হচ্ছে। কারণ, নারীতে-পুরুষে যে বিভাজন তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে সচেতনভাবে প্রতিবাদ হচ্ছে খুব কম। নারী-পুরুষ সম্পর্ককে এভাবেই আলাদা করে দেখা হচ্ছে দিনের পর দিন। বাইরে নয়, ঘরের ভেতরেই তো তৈরি হচ্ছে এই দূরত্ব।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫