Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজে হাথুরুর পরীক্ষা-নিরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭: ৪৯
Thumbnail image

ঢাকায় ফিরে কাল আর বিসিবি কার্যালয়ে আসেননি চন্ডিকা হাথুরুসিংহে। সন্ধ্যায় নিজের আবাসস্থল হোটেল আমারিতে তিনি বসলেন বিসিবির তিন নির্বাচকের সঙ্গে। আগামী জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করতে কোচের সঙ্গে বসার অপেক্ষায় ছিল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে বর্তমান নির্বাচক প্যানেলও।

জিম্বাবুয়ে সিরিজের আগে কাল দলের প্রোগ্রাম ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে কোচ ও নির্বাচকদের। কালকের আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল। নির্বাচকেরা অবশ্য এ সভার বিস্তারিত বলতে চাইলেন না। একজন নির্বাচক শুধু বললেন, ‘হাথুরু ওর প্রোগ্রাম ও পরিকল্পনাগুলো দেখিয়েছে। ২৫ এপ্রিল সুপার লিগের ম্যাচে জাতীয় দলের অনেকে খেলবে। দলের কর্মসূচি সম্পর্কে আপনারা কাল-পরশুর (আজ-কাল) মধ্যে জানতে পারবেন।’ 

জিম্বাবুয়ে সিরিজের দল গোছানো ছিল আগেই। ঘরের মাঠে পাঁচটি ২০ ওভারের ম্যাচ হওয়ায় জিম্বাবুয়ে সিরিজে খেলোয়াড়দের অদল-বদল করে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। হাথুরু বিশ্বকাপযাত্রার আগে কিছু খেলোয়াড় পরখ করে দেখতে চান। বেঞ্চও একটু বাজিয়ে দেখতে চান। বিশ্বকাপের আগে অন্তত ১০টি টি-টোয়েন্টি খেলার সুযোগ বলে এ সিরিজে কিছু খেলোয়াড় দেখার ভালো সুযোগ করে দিচ্ছে হাথুরুকে। তবে আগামী ১ মের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল পাঠাতে হবে আইসিসিকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্বকাপ দল পাঠালেও আনুষ্ঠানিকভাবে নির্বাচকেরা এটি ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে। আর দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে ১ জুনের আগপর্যন্ত। 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিরতিতে আজ জাতীয় দলের খেলোয়াড়দের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাথুরুর সঙ্গে বসার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর পারিবারিক কারণে ছুটিতে অস্ট্রেলিয়ায় যান প্রধান কোচ। কাল বিকেলে ঢাকায় আসা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে পরিচিতি পর্বও আজ সেরে নেবেন খেলোয়াড়-কোচিং স্টাফরা। 

২৭ এপ্রিল চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। ঢাকায় ব্যস্ততা না থাকলে তার আগেও কেউ কেউ চলে যেতে পারেন চট্টগ্রামে। ২৮ এপ্রিল জহুর আহমেদে শুরু হবে অনুশীলন। এক দিন বিশ্রাম দিয়ে তারপর আবার টানা তিন দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতি সারবেন নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা। পাশাপাশি ফিটনেস টেস্টে খেলোয়াড়দের যেসব উন্নতির প্রয়োজন দেখেছেন ট্রেনাররা, সেটির দিকেও নজর দিতে হচ্ছে প্রত্যেককে। গতকাল ডিপিএলের ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিমকে যেমন দেখা গেল পুরো মাঠের চারপাশে দৌড়াতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত