Ajker Patrika

করোনার টিকা পাচ্ছে ৪৭ হাজার শিক্ষার্থী

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
করোনার টিকা পাচ্ছে  ৪৭ হাজার শিক্ষার্থী

ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়া কার্যক্রম। গতকাল বুধবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রদান ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের ফলে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো। এ অবস্থা ধরে রাখতে হবে।

জানা যায়, জেলায় ১২-১৭ বছর বয়সী ৪৭ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ফাইজারের টিকা দেওয়া হবে। এ পর্যন্ত ঝালকাঠি জেলায় ২ লাখ ৯৬ হাজার ৯০৯ জনকে টিকার প্রথম ডোজ এবং ২ লাখ ২৯ হাজার ১৩৫ জনকে ২য় ডোজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত