নুরুল আমীন রবীন, শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট ফেরিঘাটে যানবাহনের জন্য পার্কিং ইয়ার্ড বা টার্মিনাল না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। ফেরিতে ওঠার সরু সড়কে যানবাহন দাঁড় করিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে সড়কজুড়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
বিআইডব্লিউটিসি ও জাজিরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি ধাক্কা লাগার ঘটনায় ১৮ আগস্ট থেকে বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ফেরি চলাচল। এরপর কয়েক দফা প্রচেষ্টার পরও ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। ওই ঘাট দিয়ে বর্তমানে মাত্র ৪টি ফেরিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট ও জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পদ্মার তীরবর্তী জেলার মানুষেরা। দুর্ভোগ লাঘবে ২৫ আগস্ট প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাটে নতুন পন্টুন বসিয়ে ফেরি ঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি। তবে নাব্য সংকটের কারণে আটকে যায় যানবাহন পারাপার। প্রায় ৪ মাসের খননকাজ শেষে গত ১৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয় সেখানে। বর্তমানে এই ঘাট দিয়ে ফরিদপুর ও কর্ণফুলী নামের ২টি ছোট ফেরিতে যানবাহন পার করা হচ্ছে। কর্ণফুলীর ধারণক্ষমতা মাত্র ৬-৮টি আর ফরিদপুরের ১২-১৫টি যানবাহন। ফলে প্রতিদিন অল্পসংখ্যক যানবাহন পার হওয়ায় চরম দুর্ভোগে আছেন এ চলাচলকারীরা।
ঘাট এলাকায় কোনো টার্মিনাল না থাকায় দীর্ঘ সময় রাস্তায় আটকা থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। দিনে কোনো রকমে সময় পার করলেও রাতে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় আটকা পড়াদের। ঘাটে পাবলিক টয়লেট বা আবাসন ব্যবস্থা না থাকায় ভোগান্তির যেন অন্ত নেই। মধ্য রাতেও আশপাশের বাড়ি গিয়ে টয়লেট ব্যবহার ও বিশ্রাম নিতে হয় আটকে পড়া যাত্রী ও চালকদের।
মাদারীপুর থেকে ঢাকার পথে পরিবার পরিজন নিয়ে মাঝিরঘাটে প্রায় ১৬ ঘণ্টা আটকা আছেন মোহাম্মদ শাকিল। রাতের তীব্র শীতে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া করা মাইক্রোবাসেই অবস্থান করতে হয়েছে তাঁদের।
ঢাকার বাবুবাজার থেকে শরীয়তপুরের নড়িয়ায় পণ্য সামগ্রী নামিয়ে ফেরার পথে ঘাটে মিনি ট্রাকসহ আটকা পড়েন মোহাম্মদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ঘাটে এসে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি তাঁর ট্রাকটি। টার্মিনাল না থাকায় রাস্তায় ট্রাক পার্কিং করে রাত কাটিয়েছেন তিনি। বিশ্রামের ব্যবস্থা না থাকায় সারা রাত জেগে থেকে ফেরি পার হয়ে ক্লান্ত শরীরে ট্রাক চালিয়ে বাবুবাজার যেতে হবে।
মাঝিরঘাট এলাকার বাসিন্দা মোকলেস মাদবর বলেন, ঘাটে আটকে পড়া মানুষের দুর্ভোগ দেখে তাঁদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। রাতের বেলায় অনেক অসুস্থ মানুষকে বাড়িতে বিশ্রামের সুযোগ দিই। অনেকেই রাতের বেলায় আমাদের টয়লেট ব্যবহার করার জন্য আসেন। আমার মতো সবাই এই বিপদের সময় মানুষের পাশে থাকতে চেষ্টা করেন।
বিআইডব্লিউটিসির টার্মিনালের দায়িত্বে থাকা মো. সানাউল বলেন, ‘টার্মিনাল না থাকায় সড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আমাদের সড়কের শৃঙ্খলা রক্ষা করতে বেগ পেতে হয়। রাতের বেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত টার্মিনাল নির্মাণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘শুরু থেকেই ঘাটে যানবাহনের চাপ বাড়ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা রক্ষা করতে ঘাট এলাকায় একটি টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে মাঝিরঘাট এলাকায় থাকা পদ্মা সেতুর অধিগ্রহণকৃত জমিতে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট ফেরিঘাটে যানবাহনের জন্য পার্কিং ইয়ার্ড বা টার্মিনাল না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। ফেরিতে ওঠার সরু সড়কে যানবাহন দাঁড় করিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে সড়কজুড়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
বিআইডব্লিউটিসি ও জাজিরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি ধাক্কা লাগার ঘটনায় ১৮ আগস্ট থেকে বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ফেরি চলাচল। এরপর কয়েক দফা প্রচেষ্টার পরও ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। ওই ঘাট দিয়ে বর্তমানে মাত্র ৪টি ফেরিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট ও জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পদ্মার তীরবর্তী জেলার মানুষেরা। দুর্ভোগ লাঘবে ২৫ আগস্ট প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাটে নতুন পন্টুন বসিয়ে ফেরি ঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি। তবে নাব্য সংকটের কারণে আটকে যায় যানবাহন পারাপার। প্রায় ৪ মাসের খননকাজ শেষে গত ১৪ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয় সেখানে। বর্তমানে এই ঘাট দিয়ে ফরিদপুর ও কর্ণফুলী নামের ২টি ছোট ফেরিতে যানবাহন পার করা হচ্ছে। কর্ণফুলীর ধারণক্ষমতা মাত্র ৬-৮টি আর ফরিদপুরের ১২-১৫টি যানবাহন। ফলে প্রতিদিন অল্পসংখ্যক যানবাহন পার হওয়ায় চরম দুর্ভোগে আছেন এ চলাচলকারীরা।
ঘাট এলাকায় কোনো টার্মিনাল না থাকায় দীর্ঘ সময় রাস্তায় আটকা থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। দিনে কোনো রকমে সময় পার করলেও রাতে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় আটকা পড়াদের। ঘাটে পাবলিক টয়লেট বা আবাসন ব্যবস্থা না থাকায় ভোগান্তির যেন অন্ত নেই। মধ্য রাতেও আশপাশের বাড়ি গিয়ে টয়লেট ব্যবহার ও বিশ্রাম নিতে হয় আটকে পড়া যাত্রী ও চালকদের।
মাদারীপুর থেকে ঢাকার পথে পরিবার পরিজন নিয়ে মাঝিরঘাটে প্রায় ১৬ ঘণ্টা আটকা আছেন মোহাম্মদ শাকিল। রাতের তীব্র শীতে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া করা মাইক্রোবাসেই অবস্থান করতে হয়েছে তাঁদের।
ঢাকার বাবুবাজার থেকে শরীয়তপুরের নড়িয়ায় পণ্য সামগ্রী নামিয়ে ফেরার পথে ঘাটে মিনি ট্রাকসহ আটকা পড়েন মোহাম্মদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ঘাটে এসে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি তাঁর ট্রাকটি। টার্মিনাল না থাকায় রাস্তায় ট্রাক পার্কিং করে রাত কাটিয়েছেন তিনি। বিশ্রামের ব্যবস্থা না থাকায় সারা রাত জেগে থেকে ফেরি পার হয়ে ক্লান্ত শরীরে ট্রাক চালিয়ে বাবুবাজার যেতে হবে।
মাঝিরঘাট এলাকার বাসিন্দা মোকলেস মাদবর বলেন, ঘাটে আটকে পড়া মানুষের দুর্ভোগ দেখে তাঁদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। রাতের বেলায় অনেক অসুস্থ মানুষকে বাড়িতে বিশ্রামের সুযোগ দিই। অনেকেই রাতের বেলায় আমাদের টয়লেট ব্যবহার করার জন্য আসেন। আমার মতো সবাই এই বিপদের সময় মানুষের পাশে থাকতে চেষ্টা করেন।
বিআইডব্লিউটিসির টার্মিনালের দায়িত্বে থাকা মো. সানাউল বলেন, ‘টার্মিনাল না থাকায় সড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আমাদের সড়কের শৃঙ্খলা রক্ষা করতে বেগ পেতে হয়। রাতের বেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত টার্মিনাল নির্মাণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘শুরু থেকেই ঘাটে যানবাহনের চাপ বাড়ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা রক্ষা করতে ঘাট এলাকায় একটি টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে মাঝিরঘাট এলাকায় থাকা পদ্মা সেতুর অধিগ্রহণকৃত জমিতে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫