Ajker Patrika

জয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাঙচুর, আহত ২

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১২: ১০
জয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাঙচুর, আহত ২

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ইউপি সদস্যা প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে দুই নারী আহত হন। পরে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর ইউপি নির্বাচনের ভোট হয় গত বুধবার। এ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বেলায়েত সরদার ও মো. জাহাঙ্গির সরদার। নির্বাচনে মো. জাহাঙ্গির সরদার পরাজিত হন। এতে জাহাঙ্গির ও তাঁর সমর্থকেরা জয়ী প্রার্থী বেলায়েত সরদারের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে সোহরাফ বেপারী, ফরহাদ বেপারী, খোকন বেপারী, হেদায়েত বেপারীসহ ১০ জনের বাড়ি ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের বাধা দিলে ফাতেমা (৬০) ও রিমা আক্তারকে (২০) মারধর করে আহত করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ফরহাদ বেপারী বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে জাহাঙ্গির তাঁর দলবল নিয়ে আমাদের বাড়ি ভাঙচুর ও লুট করেছেন। আমরা তাঁদের বিচার চাই।’

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত পরাজিত প্রার্থী মো. জাহাঙ্গিরকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শিরাজুল ইসলাম বলেন, ‘ বিষয়টি দ্রুত মীমাংসা করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত