Ajker Patrika

হৃদয় চন্দ্র মণ্ডলকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯: ০৯
হৃদয় চন্দ্র মণ্ডলকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

শ্রেণিকক্ষে বিজ্ঞানের আলোচনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হেনস্তা করা হলো শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে। পুলিশি হেফাজতে নিয়ে দেওয়া হলো মামলা। ১৯ দিন কারাবাস করলেন হৃদয় চন্দ্র মণ্ডল। বিষয়টি মানতে পারলেন না সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। বাঁধলেন গান। ‘স্যার হৃদয় চন্দ্র মরেন, দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুঁটি চেপে ধরেন’ এমন কথার গানে গানে উঠে এল প্রতিবাদ।

প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটি গাইলেন একদল তরুণ। এরপর সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করে প্রিন্স মাহমুদ লিখলেন, ‘প্রিয় ছাত্রদের বিজ্ঞান শেখানোর অপরাধে “ধর্ম অবমাননা”র অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের উদ্দেশে আমার এ গান ‘‘গ্লানি’’। ১৯ দিন কারাগারে থাকার পর ১০ এপ্রিল ২০২২ মুক্তি পান তিনি। কোথায় মুক্তি? এ কোন মুক্তি?’

এরই মধ্যে গানটি সাড়া ফেলেছে। অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করেছে ব্যাপকভাবে। সবাই নিজের মতো করে গাইছেন এবং ছড়িয়ে দিচ্ছেন অনলাইনে। গানে গানে জানাচ্ছেন প্রতিবাদ। প্রিন্স মাহমুদ জানিয়েছেন, গ্লানি সবার গান, সবার গাওয়ার জন্য গান। যে কেউ গাইতে পারবেন এই গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ