Ajker Patrika

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংকট সমাধানে ৬৭ নাট্যকর্মীর বিবৃতি

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংকট সমাধানে ৬৭ নাট্যকর্মীর বিবৃতি

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্ব নিয়ে নাট্যকর্মীরা অনাস্থা জানিয়ে আসছেন অনেক দিন ধরে। দিন দিন এ অনাস্থা আরও জোরালো হচ্ছে। সংগঠনের অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে গতকাল থিয়েটারচর্চার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী, অধ্যাপক মলয় ভৌমিক, নূনা আফরোজসহ ৬৭ জন নাট্যকর্মী। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ না নিলে ‘উদ্ভূত পরিস্থিতির দায়’ ফেডারেশনের বর্তমান নেতৃত্বকেই বহন করতে হবে।

ফেডারেশন থেকে ঢাকা থিয়েটারের সদস্যপদ প্রত্যাহারের পর ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে দেশের শীর্ষ চার নাট্য সংগঠনের প্রধানের চিঠি পাঠানোর ধারাবাহিকতায় এই বিবৃতি এল। অভিনেতা ও নাট্যনির্দেশক মোহাম্মদ বারীর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্বের চরম স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অকার্যকর ভূমিকায় নাট্যকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বজন শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম হামিদ ও সারা যাকের সম্প্রতি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন নাট্যদল ঢাকা থিয়েটারের নিজেদের ফেডারেশন থেকে প্রত্যাহার ও ফেডারেশনের নানা অনিয়ম বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেডারেশন বরাবর পত্র লিখেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইতিপূর্বেও ফেডারেশনের অনিয়ম, নিষ্ক্রিয়তা ও করণীয় বিষয়ে শ্রদ্ধেয় নাট্যজন রামেন্দু মজুমদার ও নাসির উদ্দীন ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি এবং ফেডারেশনকে লিখিত পত্র প্রদান করলেও ফেডারেশনের বর্তমান নেতৃত্ব তা উপেক্ষা এবং তাচ্ছিল্যের সঙ্গে অবজ্ঞা করেছেন।’

বিবৃতিদাতারা বলেছেন, ‘ঢাকাসহ সারা দেশের চার শতাধিক নাট্যকর্মী ফেডারেশনের চেয়ারম্যান বরাবর যৌক্তিক কারণে তাঁর পদত্যাগের দাবি করে স্মারকলিপি প্রদান করে। ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সে বিষয়েও কোনো সাড়া দেয়নি। ইতিমধ্যে ঢাকায় থিয়েটারচর্চার সংকট ও ফেডারেশনের নিষ্ক্রিয়তা বিষয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমরা আরও লক্ষ করছি, ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সম্প্রতি বিভাগীয় সম্মেলন করে ওই সব সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের কেন্দ্রীয় সম্মেলনে প্রতিনিধিত্বের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে এবং গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণভাবে অগঠনতান্ত্রিক।’

এ ছাড়াও, ফেডারেশনের আগামী নির্বাচনে সুবিধাপ্রাপ্ত ও অনুগত প্রতিনিধি নিয়ে একটি দায়সারা নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৩০ মে’র মধ্যে ফেডারেশনের বর্তমান নেতৃত্বকে সার্বিক বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত