Ajker Patrika

বাজারে গাড়িতে চাঁদা দাবি এক সপ্তাহ সরবরাহ বন্ধ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ৪৩
বাজারে গাড়িতে চাঁদা দাবি এক সপ্তাহ সরবরাহ বন্ধ

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের তালমা বাজারের ইজারাদার সালাম মেম্বারের বিরুদ্ধে নিত্যপণ্য সরবরাহকারী পরিবহন থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এতে উপজেলার পরিবেশকেরা এক সপ্তাহ ধরে তালমা বাজারে পণ্য সরবরাহ বন্ধ রেখেছেন। এ নিয়ে উপজেলা পরিবেশক সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, পুরো উপজেলায় নিত্যপণ্য সরবরাহকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা স্বাধীনভাবে পণ্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে পারলেও উপজেলার তালমা বাজারের ইজারাদার কর্তৃপক্ষের চাঁদা দাবির মুখে তাঁরা পণ্য সরবরাহ করতে পারছেন না। ইজারাদার গাড়িপ্রতি দুই হাজার টাকা করে চাঁদা দাবি করেছে অভিযোগ।

বিভিন্ন কোম্পানির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইজারাদার তাঁদের পণ্য সরবরাহ বন্ধ করেন।

পরিবেশক মা-বাবার দোয়া ট্রেডার্সের সাইফুল ইসলাম বলেন, তাঁরা উপজেলার বিভিন্ন বাজারে বিনা বাধায় বিভিন্ন নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, শিশুখাদ্য ইত্যাদি সরবরাহ করেন। হঠাৎ তালমা বাজারের ইজারাদারের পক্ষে সুজন নামে এক ব্যক্তি তাঁদের গাড়িপ্রতি দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তাঁরা অস্বীকৃতি জানালে তাঁদের পণ্য সরবরাহ করতে দেবে না বলে জানিয়ে দেন।

বাজারের ইজারাদার সালাম মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁরা এ বছর ২৪ লাখ ৬৩ হাজার টাকা দিয়ে বাজার ইজারা নিয়েছেন। অতএব তালমা বাজারে গাড়ি পার্কিং ও পণ্য সরবরাহে তাঁদের খাজনা দিতেই হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আইন অনুযায়ী যেভাবে সমাধান করা যায়, তাঁরা চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত