Ajker Patrika

অন্যতম ক্ষুধার্ত দেশ ভারত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১: ৪৪
অন্যতম ক্ষুধার্ত দেশ  ভারত

সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই) ভারতের অবস্থান আগের বছরের ৯৪তম থেকে ১০১–এ নেমে এসেছে। এ অবস্থায় নতুন করে চাপ তৈরি হয়েছে মোদি সরকারের ওপর।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিহীনতা, মৃত্যুহার বৃদ্ধিসহ বিভিন্ন সূচককে তিন দৃষ্টিকোণ থেকে বিচার করে জিএইচআইয়ের ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। মোট ৫০ স্কোরের মধ্যে ভারত পেয়েছে ২৭ দশমিক ৫। ফলে জিএইচআই সূচকে প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানের পেছনে পড়েছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ