Ajker Patrika

লালনসংগীতের প্রসারে শাহনাজ বেলীর একাডেমি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ০৯
লালনসংগীতের প্রসারে শাহনাজ বেলীর একাডেমি

নতুন প্রজন্মের মাঝে লালনসংগীতের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী শাহনাজ বেলী। কুষ্টিয়ায় তাঁর নিজ গ্রাম পশ্চিম আবদালপুরে গড়ে তুলেছেন ‘শাহনাজ বেলী সংগীত একাডেমি’। ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহনাজ বেলী। সহসভাপতি জমির হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন শাহজাহান সিরাজ। শাহনাজ বেলী জানান, একাডেমিতে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী গান শেখা শুরু করেছেন। যাঁরা গান শেখাবেন, তাঁদের তালিকা এখনো পাকাপোক্ত করা হয়নি। ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহনাজ বেলী বলেন, ‘লালনসংগীত নিয়েই আমার স্বপ্ন। লালনের গানের আরো বেশি প্রসারের লক্ষ্যে এই একাডেমি বিশেষ ভূমিকা রাখবে। আমি লালনের গানেই নিজেকে মগ্ন রেখেছি। আমি চাই এই গানের আরও প্রসার ঘটাতে। আমার একাডেমিতে যাঁরা গান শিখবেন, তাঁরা মূলত লালনের গানেই নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। আমি চাই সত্যিকারের শিল্পীরা বেরিয়ে আসুক। লালনের গানের আরও প্রসার হোক। একই সঙ্গে একাডেমির নাম ছড়িয়ে পড়ুক, যাতে লালনসংগীতে আগ্রহীরা এখানে তালিম নিতে আসতে পারেন। এটাই আমার স্বপ্ন।’

শাহনাজ বেলী জানিয়েছেন, সম্প্রতি তিনি আগরতলা থেকে অনুষ্ঠান করে ফিরেছেন। অংশ নিয়েছেন দেশের বেশ কিছু গানের অনুষ্ঠানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ