Ajker Patrika

বাংলায় ফিরছেন রণজয়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৭: ৪৮
বাংলায় ফিরছেন রণজয়

ছোট পর্দায় নতুন সিরিয়াল নিয়ে আসছেন লীনা গঙ্গোপাধ্যায়। কলকাতার সিরিয়ালের রানি বলা হয় লীনাকে। অসংখ্য জনপ্রিয় সিরিয়ালের লেখক তিনি। এবারের গল্পটা পাহাড়ি এলাকার। তাই শুটিং হবে ভারতের উত্তরবঙ্গ ও সিকিমে। এ মাস থেকেই শুরু হবে শুটিং। সিরিয়াল মানেই ড্রয়িং রুম ড্রামা, এই ধারণা বেশ কিছুদিন ধরেই ভাঙার চেষ্টা হচ্ছে কলকাতার সিরিয়ালগুলোয়। পাহাড়ি অঞ্চলকে গল্পের প্রেক্ষাপট করা সেই ছক ভাঙারই এক চেষ্টা।

নতুন এই সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করবেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি। নাম চূড়ান্ত না হওয়া এই সিরিয়াল প্রচার হবে স্টার জলসায়। পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক মেয়ের স্বপ্ন পুলিশে বা আর্মিতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করা। এই চরিত্রে অভিনয় করবেন শ্যামপ্তি।

স্থানীয় এক স্কুলে পড়াশোনা করে মেয়েটি। স্কুলের এক শিক্ষিকা তাকে সহযোগিতা করেন। ঘটনাচক্রে এই শিক্ষিকার সঙ্গে বিয়ে হয় এক আর্মি অফিসারের, যে চরিত্রে অভিনয় করবেন রণজয়। একটা সময় মারা যান সেই শিক্ষিকা। শুরু হয় সম্পর্কের এক নতুন টানাপোড়েন।

রণজয়ের এটি প্রথম সিরিয়াল নয়। এর আগেও তিনি ‘সাঁঝবাতি’, ‘তোমার জন্য’-সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। এরপর কয়েকটি বাংলা ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন রণজয়। মুম্বাই গিয়ে ব্র্যান্ড মডেলিং ও সিরিয়ালে অভিনয় করলেও সেখানে হালে পানি পাননি। দীর্ঘদিনের বিরতি শেষে আবার ফিরেছেন বাংলা সিরিয়ালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত