Ajker Patrika

চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১: ০৬
চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা

কুড়িগ্রামের রৌমারীতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর সোশ্যাল ডিভেলপমেন্ট কুড়িগ্রামের (সিএসডিকে) নির্বাহী পরিচালক আবু হানিফের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, পিইডিপি-৪ শিক্ষা প্রকল্পের ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২০ সালে সহযোগী হিসেবে কাজ পায় বলে সিএসডিকের পক্ষ থেকে দাবি করা হয়। পরে বিভিন্ন পদের বিপরীতে উপজেলায় ১৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সিএসডিকে। এসব পদে আবেদন করেন চার শতাধিক চাকরিপ্রার্থী। সব আবেদনকারীর মৌখিক পরীক্ষাও নেওয়া হয়। এরপর শুরু হয় নিয়োগ বাণিজ্য। প্রত্যেক শিক্ষক পদের জন্য ৫০ হাজার, সুপারভাইজার পদে ১ লাখ টাকা করে ঘুষ নেন সিএসডিকের কর্মকর্তারা। এঁদের মধ্যে ১৬২ জনকে নিয়োগপত্র দিলেও, অন্যদের এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। আবার যাঁরা নিয়োগপত্র পেয়ে পাঠদান করছেন, তাঁরাও ১ বছর ধরে কোনো বেতন-ভাতা পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী লিমা খাতুন, বিউটি খাতুন, বাছিরন আক্তার, সাবানা খাতুন, আঁখি আক্তার, নাছিমা খাতুন, আনোয়ার হোসেন ও সাহাদৎ হোসেন বলেন, `বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য দৌড়-ঝাঁপের একপর্যায়ে ৫০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ওই এনজিওতে চাকরি দেন সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ। কিন্তু এক বছর ধরে চাকরি করলেও, আজও কোনো বেতন-ভাতা পাইনি। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। উপায় না পেয়ে গত ৫ মার্চ জামানতের টাকা ফেরত চাইতে সিএসডিকের অফিসে যাই। এ সময় টাকা ফেরত না দিয়ে উল্টো আমাদের ভয় দেখান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন ওই নির্বাহী পরিচালক। এ নিয়ে আজ (গতকাল) ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ বলেন, ‘তাঁদের অভিযোগের কোনো সত্যতা নেই। ওরা অফিসে আসছিল, মীমাংসা হয়ে গেছে।’ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কারও কাছ থেকে কোনো টাকা নিইনি।’

ইউএনও আল ইমরান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ওই সিএসডিকের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত