হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে মানুষ কত কিছুই না করতে পারে। দুর্গম পথ পাড়ি দিয়ে আনেন সফলতা। হন সমাজের দৃষ্টান্ত। তেমনই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে সফল হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মেহেরুন্নেছা।
প্রথমে এলাকায় জামা কাপড় তৈরি করে সফলতা পান তিনি। এই সফলতায় সন্তুষ্ট হতে পারেননি তিন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। এরপর গড়ে তোলেন গরুর খামার। এখানেও পান সাফল্য। এরপর ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন মেহেরুন্নেছা। পরিশ্রম ও ইচ্ছা শক্তির কল্যাণে তিনি যেন হাতে পেয়েছেন সোনার কাঠি। যে কাজেই হাত দিচ্ছেন, দেখা পাচ্ছেন সাফল্য।
সফল উদ্যোক্তা মেহেরুন্নেছা বলেন, ‘পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নকাজ করে যেতে চাই।’
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মেহেরুন্নেছা। তবে খুব বেশি দূর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি তিনি। লেখাপড়া করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত। এরপর দরজি পেশার মধ্য দিয়ে শুরু করেন আয়। এ পেশায় বেশ সফল হন তিনি। পরে অধিক দক্ষতা অর্জনের জন্য তিনি হোসেনপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকেও নেন প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে নিজ অর্থে বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরুর খামার। পরে ২০২০ সালে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারের পরিসর বড় করেন। বর্তমানে খামারে ১০টি উন্নত জাতের গরু রয়েছে। গত ঈদুল আজহায় গুরু বিক্রি করে ২ লাখ টাকা লাভ করেন তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক সাফল্যের পর হাত দেন শিক্ষা খাতে। অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন ‘সেকেন্ড চান্স এডুকেশন’ স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ঝড়ে পড়া শিশুদের পড়ালেখার ব্যবস্থা করেন তিনি।
মেহেরুন্নেছা তাঁর ৪ মেয়েকেও পড়ালেখা শিখাচ্ছেন। বড় মেয়ে মৌসুমী আক্তার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসিতে জিপিএ-৪ পান। বর্তমানে বিএসসি (অনার্স) গণিত বিষয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তিনি। দ্বিতীয় মেয়ে মিতাহুল জান্নাত শাপলা এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌ নবম শ্রেণি এবং চতুর্থ মেয়ে হুমায়রা জান্নাত মুন্না প্রথম শ্রেণিতে পড়ালেখা করছে।
হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার বলেন, ‘ব্যক্তি ও সমাজের উন্নয়নে মেহেরুন্নেছার মতো নারী উদ্যোক্তার প্রয়োজন। তাঁর এমন সাফল্য দেখে অন্য নারীরাও এগিয়ে আসবে।’
কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে মানুষ কত কিছুই না করতে পারে। দুর্গম পথ পাড়ি দিয়ে আনেন সফলতা। হন সমাজের দৃষ্টান্ত। তেমনই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে সফল হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মেহেরুন্নেছা।
প্রথমে এলাকায় জামা কাপড় তৈরি করে সফলতা পান তিনি। এই সফলতায় সন্তুষ্ট হতে পারেননি তিন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। এরপর গড়ে তোলেন গরুর খামার। এখানেও পান সাফল্য। এরপর ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন মেহেরুন্নেছা। পরিশ্রম ও ইচ্ছা শক্তির কল্যাণে তিনি যেন হাতে পেয়েছেন সোনার কাঠি। যে কাজেই হাত দিচ্ছেন, দেখা পাচ্ছেন সাফল্য।
সফল উদ্যোক্তা মেহেরুন্নেছা বলেন, ‘পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নকাজ করে যেতে চাই।’
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মেহেরুন্নেছা। তবে খুব বেশি দূর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি তিনি। লেখাপড়া করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত। এরপর দরজি পেশার মধ্য দিয়ে শুরু করেন আয়। এ পেশায় বেশ সফল হন তিনি। পরে অধিক দক্ষতা অর্জনের জন্য তিনি হোসেনপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকেও নেন প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে নিজ অর্থে বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরুর খামার। পরে ২০২০ সালে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারের পরিসর বড় করেন। বর্তমানে খামারে ১০টি উন্নত জাতের গরু রয়েছে। গত ঈদুল আজহায় গুরু বিক্রি করে ২ লাখ টাকা লাভ করেন তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক সাফল্যের পর হাত দেন শিক্ষা খাতে। অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন ‘সেকেন্ড চান্স এডুকেশন’ স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ঝড়ে পড়া শিশুদের পড়ালেখার ব্যবস্থা করেন তিনি।
মেহেরুন্নেছা তাঁর ৪ মেয়েকেও পড়ালেখা শিখাচ্ছেন। বড় মেয়ে মৌসুমী আক্তার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসিতে জিপিএ-৪ পান। বর্তমানে বিএসসি (অনার্স) গণিত বিষয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তিনি। দ্বিতীয় মেয়ে মিতাহুল জান্নাত শাপলা এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌ নবম শ্রেণি এবং চতুর্থ মেয়ে হুমায়রা জান্নাত মুন্না প্রথম শ্রেণিতে পড়ালেখা করছে।
হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার বলেন, ‘ব্যক্তি ও সমাজের উন্নয়নে মেহেরুন্নেছার মতো নারী উদ্যোক্তার প্রয়োজন। তাঁর এমন সাফল্য দেখে অন্য নারীরাও এগিয়ে আসবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪