Ajker Patrika

অদম্য মেহেরুন্নেছা র সাফল্য

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৪: ০০
অদম্য মেহেরুন্নেছা র সাফল্য

কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে মানুষ কত কিছুই না করতে পারে। দুর্গম পথ পাড়ি দিয়ে আনেন সফলতা। হন সমাজের দৃষ্টান্ত। তেমনই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে সফল হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মেহেরুন্নেছা।

প্রথমে এলাকায় জামা কাপড় তৈরি করে সফলতা পান তিনি। এই সফলতায় সন্তুষ্ট হতে পারেননি তিন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। এরপর গড়ে তোলেন গরুর খামার। এখানেও পান সাফল্য। এরপর ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন মেহেরুন্নেছা। পরিশ্রম ও ইচ্ছা শক্তির কল্যাণে তিনি যেন হাতে পেয়েছেন সোনার কাঠি। যে কাজেই হাত দিচ্ছেন, দেখা পাচ্ছেন সাফল্য। 

সফল উদ্যোক্তা মেহেরুন্নেছা বলেন, ‘পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নকাজ করে যেতে চাই।’

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মেহেরুন্নেছা। তবে খুব বেশি দূর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি তিনি। লেখাপড়া করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত। এরপর দরজি পেশার মধ্য দিয়ে শুরু করেন আয়। এ পেশায় বেশ সফল হন তিনি। পরে অধিক দক্ষতা অর্জনের জন্য তিনি হোসেনপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প থেকে নেন প্রশিক্ষণ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকেও নেন প্রশিক্ষণ।

প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে নিজ অর্থে বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরুর খামার। পরে ২০২০ সালে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারের পরিসর বড় করেন। বর্তমানে খামারে ১০টি উন্নত জাতের গরু রয়েছে। গত ঈদুল আজহায় গুরু বিক্রি করে ২ লাখ টাকা লাভ করেন তিনি।

এখানেই থেমে থাকেননি তিনি। একের পর এক সাফল্যের পর হাত দেন শিক্ষা খাতে। অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন ‘সেকেন্ড চান্স এডুকেশন’ স্কুল। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ঝড়ে পড়া শিশুদের পড়ালেখার ব্যবস্থা করেন তিনি।

মেহেরুন্নেছা তাঁর ৪ মেয়েকেও পড়ালেখা শিখাচ্ছেন। বড় মেয়ে মৌসুমী আক্তার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসিতে জিপিএ-৪ পান। বর্তমানে বিএসসি (অনার্স) গণিত বিষয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তিনি। দ্বিতীয় মেয়ে মিতাহুল জান্নাত শাপলা এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌ নবম শ্রেণি এবং চতুর্থ মেয়ে হুমায়রা জান্নাত মুন্না প্রথম শ্রেণিতে পড়ালেখা করছে।

হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার বলেন, ‘ব্যক্তি ও সমাজের উন্নয়নে মেহেরুন্নেছার মতো নারী উদ্যোক্তার প্রয়োজন। তাঁর এমন সাফল্য দেখে অন্য নারীরাও এগিয়ে আসবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত