Ajker Patrika

নৌকা প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
নৌকা প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে নৌকা প্রার্থীর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আলফাজ উদ্দিন (৩৫) নামের ওই কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চালাকচর ইউনিয়নের হাফিজপুর বাঘার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আলফাজ উদ্দিন বলেন, ‘দুই দিন আগে চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরদার মাহমুদ হাছানের কর্মী হাফিজপুর গ্রামের ইসমাইল হোসাইন, রুহুল আমিন, আল আমিন ও আবু হানিফা মিলে আমার বাড়ির সামনে টাঙানো নৌকার পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে গতকাল শনিবার সকালে তাঁদের কাছে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞেস করলে তাঁরা ক্ষুব্ধ হন। দুপুর ১২টার দিকে আনারস প্রতীকের কর্মী ইসমাইল হোসাইন আমাকে ফোন করে বাড়ি থেকে বের হতে বলেন। আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে তাঁরা চারজন মিলে আমাকে মারধর শুরু করেন। পরে তাঁরা আমার ঘরে ঢুকে ৫০ হাজার টাকাও নিয়ে যান।’

এ বিষয়ে নৌকার প্রার্থী ফখরুল মান্নান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা অন্যায়ভাবে আমার কর্মীকে মারধর করেছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে এবং থানায়ও অভিযোগ দেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থী সরদার মাহমুদ হাছান বলেন, ‘কাউকে মারধরের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে এইমাত্র জানতে পারলাম।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জরুরি মিটিংয়ে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত