কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নগরীর উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়াসহ ১১ দফা নিয়ে প্রচার চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু সব উন্নয়নকাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আধুনিকতার ছোঁয়ায় কুমিল্লাকে নতুন রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শুভপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারপত্র বিলিসহ ভোট চান তিনি।
নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘কুমিল্লা নগরী দীর্ঘদিন ধরে লুটেরা শ্রেণির দখলে। কুমিল্লাবাসীকে এ থেকে মুক্ত করে, নির্যাতন ও শোষণের হাত থেকে রক্ষা করতেই আমার নির্বাচন করা। গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করছে। ইনশা আল্লাহ ১৫ জুন আমার বিজয় হবে।’
দেয়াল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, প্রচারপত্র বিলি করে ভোট চান।
মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি কুসিকের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। নতুন সিটি করপোরেশনকে একটি কাঠামোতে দাঁড় করাতে বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে প্রকল্প আনাসহ অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। এ শহরে আমি অনেক উন্নয়নকাজ করেছি। সর্বশেষ সরকার থেকে একটা মেগা প্রকল্প অনুমোদন করিয়ে এনে কাজ শুরু করেছিলাম। এবার নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।’
এদিকে গতকাল দুপুরে নগরীর রামঘাট দলীয় কার্যালয়ে সভা করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যায় নগরীর কাপ্তানবাজার, মোঘলটুলী, শুভপুরসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় মেয়র নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়াসহ ১১ দফা ইশতেহার নিয়ে কথা বলেন এবং ভোটারদের মধ্যে প্রচারপত্র বিলি করেন।
আরফানুল হক রিফাত বলেন, ‘মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, ভবনের নকশা অনুমোদনে সরকারি ফির বাইরে মেয়রকে এক টাকাও ঘুষ দিতে হবে না, বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনা মূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না, ঠিকাদারেরা কার্যাদেশ নিতে মেয়রকে ঘুষ দিতে হবে না, সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, নগর ভবনকে দলীয় কার্যালয় বানানো হবে না, জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে, করের টাকা সততা-নিষ্ঠার সঙ্গে উন্নয়নকাজে ব্যয় করা হবে, অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে, মেয়রের দরজা গণমানুষের জন্য সব সময় খোলা থাকবে এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ শান্তির কুমিল্লা গড়তে যা যা করা দরকার করব।’
আরফানুল হকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদসহ অনেকে।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নগরীর উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়াসহ ১১ দফা নিয়ে প্রচার চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু সব উন্নয়নকাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আধুনিকতার ছোঁয়ায় কুমিল্লাকে নতুন রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর শুভপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারপত্র বিলিসহ ভোট চান তিনি।
নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘কুমিল্লা নগরী দীর্ঘদিন ধরে লুটেরা শ্রেণির দখলে। কুমিল্লাবাসীকে এ থেকে মুক্ত করে, নির্যাতন ও শোষণের হাত থেকে রক্ষা করতেই আমার নির্বাচন করা। গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করছে। ইনশা আল্লাহ ১৫ জুন আমার বিজয় হবে।’
দেয়াল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, প্রচারপত্র বিলি করে ভোট চান।
মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি কুসিকের প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। নতুন সিটি করপোরেশনকে একটি কাঠামোতে দাঁড় করাতে বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে প্রকল্প আনাসহ অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। এ শহরে আমি অনেক উন্নয়নকাজ করেছি। সর্বশেষ সরকার থেকে একটা মেগা প্রকল্প অনুমোদন করিয়ে এনে কাজ শুরু করেছিলাম। এবার নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।’
এদিকে গতকাল দুপুরে নগরীর রামঘাট দলীয় কার্যালয়ে সভা করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যায় নগরীর কাপ্তানবাজার, মোঘলটুলী, শুভপুরসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। এ সময় মেয়র নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়াসহ ১১ দফা ইশতেহার নিয়ে কথা বলেন এবং ভোটারদের মধ্যে প্রচারপত্র বিলি করেন।
আরফানুল হক রিফাত বলেন, ‘মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, ভবনের নকশা অনুমোদনে সরকারি ফির বাইরে মেয়রকে এক টাকাও ঘুষ দিতে হবে না, বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনা মূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না, ঠিকাদারেরা কার্যাদেশ নিতে মেয়রকে ঘুষ দিতে হবে না, সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, নগর ভবনকে দলীয় কার্যালয় বানানো হবে না, জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে, করের টাকা সততা-নিষ্ঠার সঙ্গে উন্নয়নকাজে ব্যয় করা হবে, অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে, মেয়রের দরজা গণমানুষের জন্য সব সময় খোলা থাকবে এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ শান্তির কুমিল্লা গড়তে যা যা করা দরকার করব।’
আরফানুল হকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদসহ অনেকে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪