Ajker Patrika

ভর্তির আবেদন শেষ ৩০ নভেম্বর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
ভর্তির আবেদন শেষ ৩০ নভেম্বর

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেখানে ভর্তি করা হবে।

গত ১৪ নভেম্বর দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ভর্তির আবেদন শেষ ৩০ নভেম্বর। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা উল্লেখিত লিংকে অনলাইনে আবেদনের পদ্ধতি এবং অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত আলাদা শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

চলতি বছর বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের জন্য নির্ধারিত আসন ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ অন্যান্য কোটা সংরক্ষিত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত